আগে বয়স্কদের টিকা দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ আগস্ট ২০২১, ০৬:১০ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২১, ০৭:২২ PM
সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগে মুরব্বিদেরকে টিকা দিতে হবে। তাদেরকে সুরক্ষিত করতে হবে। তারপর আমরা পর্যায়ক্রমে সবাইকে টিকা দেবো। ইতোমধ্যে আমরা পৌনে দুই কোটি টিকা দিতে সক্ষম হয়েছি।
আজ শনিবার (২৮ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে জেলা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্রামেগঞ্জে করোনা আক্রান্তের হার বৃদ্ধি পাওয়ায় আমরা গ্রামেগঞ্জে বেশি টিকা দেওয়ার পরিকল্পনা করেছি। কারণ গ্রামের লোকেরা টিকা কম পেয়েছে। পঞ্চাশোর্ধ্ব লোকের বেশি মৃত্যু হয়েছে। আমরা তাদেরকে টিকা আগে দেবো।
টিকার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রয়েছে জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন, যত টাকাই লাগুক পর্যায়ক্রমে দেশের ১৭ কোটি মানুষকে এই করোনার টিকার আওতায় আনা হবে।
টিকা দিলেও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা যতই টিকা নেই না কেন, মাস্ক পরতেই হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।