১৯ দিনে সংক্রমণের হার কমেছে ১৩ শতাংশ

১৯ আগস্ট ২০২১, ০৮:২৯ AM
১৯ দিনে সংক্রমণের হার কমেছে ১৩ শতাংশ

১৯ দিনে সংক্রমণের হার কমেছে ১৩ শতাংশ © ফাইল ফটো

গত ১ আগস্ট থেকে দেশে করোনার সংক্রমণের হার কমতে শুরু করে। এর আগের দিন ৩১ জুলাই পরীক্ষা অনুপাতে রোগী শনাক্তের হার ছিল ৩০ দশমিক ২৪ শতাংশ। পরদিন তা কিছুটা কমে দাঁড়ায় ২৯ দশমিক ১৭ শতাংশ। এরপর থেকেই দৈনিক শনাক্ত হার কমতে থাকে।

সর্বশেষ ১৯ দিন পর গত ২৪ ঘণ্টায় (বুধবার) এই হার আরও কমে ১৭ দশমিক ৬৭ শতাংশে নেমে আসে। অর্থাৎ গত ১৯ দিনে সংক্রমণের হার ১৩ শতাংশ কমেছে। সংক্রমণের হার এ হারে কমতে থাকলে এ মাসের শেষে তা ৫ শতাংশের নিচে এসে দাঁড়াবে বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭২ জন, যা এর আগের ২৪ ঘণ্টায় ছিল ১৯৮ জন। গত ছয় দিন ধরে টানা মৃত্যুর সংখ্যা দুইশোর নিচে। সর্বশেষ গত ১২ আগস্ট দুইশোর ওপরে অর্থাৎ ২১৫ জনের মৃত্যু হয়। এরপর গতকাল পর্যন্ত মৃত্যু দুইশোর নিচে ছিল। এ নিয়ে দেশে করোনায় মারা গেলেন ২৪ হাজার ৭১৯ জন।

গত ২৪ ঘণ্টায় তার আগের দিনের তুলনায় রোগী শনাক্তের সংখ্যাও কিছুটা কমেছে। গতকাল নতুন করে শনাক্ত হয়েছে ৭ হাজার ২৪৮ জন, যা এর আগের ২৪ ঘণ্টায় ছিল ৭ হাজার ৫৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৪০ হাজার ৬৪৪ জনে।

অবশ্য গত পাঁচ দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় করোনা নমুনা পরীক্ষার সংখ্যা বেড়েছে। গতকাল নমুনা পরীক্ষা হয়েছে ৪১ হাজার ১৪টি। এর আগে গত ১৪ আগস্ট নমুনা পরীক্ষা হয় ৩৩ হাজার ৩৩০টি, ১৫ আগস্ট ৩৩ হাজার ১টি ও ১৬ আগস্ট ৩৩ হাজার ১৫টি, ১৭ আগস্ট নমুনা পরীক্ষা হয়েছিল ৩৯ হাজার ২৭৮টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা হলো ৮৫ লাখ ২১ হাজার ৮২৮টি।

অধিদপ্তর জানায়, ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২ হাজার ১১২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ লাখ ২৭ হাজার ২৮ জন। মৃত ১৭২ জনের মধ্যে পুরুষ ১৪ ও ৭৮ জন নারী।

এদের মধ্যে ঢাকা বিভাগে ৬৭, চট্টগ্রাম বিভাগে ৪৭, রাজশাহী বিভাগে ৮. খুলনা বিভাগে ১৬, বরিশাল বিভাগে ৫. সিলেট বিভাগে ১৫, রংপুর বিভাগে ৪ এবং ময়মনসিংহ বিভাগে ১০ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১২৭, বেসরকারি হাসপাতালে ৪২ এবং বাড়িতে ৩ জন মারা যান।

কৃষি গুচ্ছের প্রথম অপেক্ষমান তালিকায় ৭ হাজারের বেশি শিক্ষার…
  • ০৭ জানুয়ারি ২০২৬
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে চলছে ‘অ্যাডমিশন ফেয়ার স্প্রিং ২০২…
  • ০৭ জানুয়ারি ২০২৬
রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ
  • ০৭ জানুয়ারি ২০২৬
কৃষি গুচ্ছের ফল প্রকাশ, কাটমার্ক ৫১.২৫
  • ০৭ জানুয়ারি ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের ল্যাপটপের খবর জানতে চায় অধিদপ্তর
  • ০৭ জানুয়ারি ২০২৬
দৌলতদিয়া যৌনপল্লীতে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু
  • ০৭ জানুয়ারি ২০২৬