২৪ ঘন্টায় করোনায় ৩৮১ জনের মৃত্যু দিল্লিতে, ৯০০ মহারাষ্ট্রে

২৮ এপ্রিল ২০২১, ১০:৫৭ AM
দিল্লির একটি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা চলছে

দিল্লির একটি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা চলছে © আনন্দবাজার

ভারতে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ। একই প্রবণতা রাজধানী দিল্লিতেও। সংক্রমণের পাশাপাশি মৃত্যুও বেড়েছে রাজ্যে। ২৪ ঘণ্টায় দিল্লিতে মৃত্যু হয়েছে ৩৮১ জনের। যা গোটা করোনা পর্বে সর্বোচ্চ।

এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ে একদিনে প্রায় ৯০০ জনের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। যা দৈনিক মৃত্যুর সংখ্যার নিরিখে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি। পাশাপাশি ওই রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৩৫৮ জন।

আগের সপ্তাহে দিল্লির সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছিল। দৈনিক সংক্রমণ ২৮ হাজার ছাড়িয়ে গিয়েছিল সেখানে। তার পরই লকডাউন জারি হয় দিল্লি জুড়ে। এর পর কিছুটা হলেও কমেছে সেখানকার দৈনিক আক্রান্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ১৪৯ জন। মঙ্গলবার এই সংখ্যা নেমেছিল ২০ হাজারে।

দিল্লিতে সক্রিয় রোগীর সংখ্যা ৯৮ হাজার ছাড়িয়ে গিয়েছে। ২৪ ঘণ্টায় সেখানে সংক্রমণের হার ৩২.৭৪ শতাংশ। অর্থাৎ যত জনের করোনা পরীক্ষা হয়েছে দিল্লিতে তার তিন জনের মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ এসেছে।

আক্রান্তের সংখ্যা বৃদ্ধির জেরে দিল্লিজুড়ে চিকিৎসা পরিষেবার হাহাকার প্রকট হয়েছে। গত কয়েক দিনে কেবলমাত্র অক্সিজেনের অভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে বেশ কয়েকটি। বিদেশ থেকেও অক্সিজেন এনে দিল্লির পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চালানো হচ্ছে। খবর: আনন্দবাজার।

ঢাবিতে তরুণদের কানে ধরিয়ে উঠবস করানোর কারণ জানালেন সর্ব মিত…
  • ২৬ জানুয়ারি ২০২৬
‘সাদ্দামের লগে কী করছস’ বলে বাগেরহাটের ডিসি-এসপিকে হুমকি
  • ২৬ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে, নতুন যুক্ত হ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজ কুষ্টিয়ায় যাচ্ছেন জামায়াত আমির
  • ২৬ জানুয়ারি ২০২৬
দেড় শতাধিক শিক্ষার্থীদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল কনকসাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
আ.লীগ নেতাকে ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা, ৩ এসআই আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬