ভ্যাকসিন নিতে জনগণ বিপুল উৎসাহ দেখাচ্ছে: তথ্যমন্ত্রী

০৪ ফেব্রুয়ারি ২০২১, ০৫:০২ PM
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ © ফাইল ফটো

আগামী ৭ ফেব্রুয়ারি সারা দেশব্যাপী করোনা ভ্যাকসিনের প্রয়োগ উদ্বোধন করা হবে জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘এ ভ্যাকসিন নেয়ার জন্য জনগণের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে’।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’ আবিষ্কারক দলের প্রধান দুই বৈজ্ঞানিক কাকন নাগ এবং নাজনীন সুলতানার সঙ্গে শুভেচ্ছা বৈঠকে মন্ত্রী একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বঙ্গভ্যাক্স একটা সিঙ্গেল ডোজ ভ্যাকসিন। বিশ্বে আবিষ্কৃত বেশির ভাগই হচ্ছে ডাবল ডোজ ভ্যাকসিন। বঙ্গভ্যাক্স ভ্যাকসিন একবার নিলেই হয়ে যাবে। এটি একটি বড় দিক এই ভ্যাকসিনের ক্ষেত্রে।

তিনি বলেন, আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন আমরা এই বঙ্গভ্যাক্স আমরা আমাদের জনগণের ওপর সফলভাবে প্রয়োগ করতে সক্ষম হবো। সেই দিনের জন্য অপেক্ষা করছি। সেই সময় আমরা প্রয়োজনে অন্য দেশকেও সহায়তা করতে পারবো।

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত সফলভাবে করোনা মোকাবিলা করতে সক্ষম হলেন। অনেকেই আশঙ্কা করে বলেছিল, আমরা সঠিক সময়ে ভ্যাকসিন সংগ্রহ করতে পারবো না।

মন্ত্রী আরও বলেন, সরকার ঘোষণা করেছিল জানুয়ারি মাসের মধ্যে ভ্যাকসিন আসবে। সেই সময়েই ভ্যাকসিন দেশে এসেছে। যখন ভ্যাকসিন আসলো তখন অপপ্রচার শুরু করা হলো- ‘এই ভ্যাকসিন জনগণ নেবে না, এটার ওপর তাদের আস্থা নেই।

ঢাবিতে তরুণদের কানে ধরিয়ে উঠবস করানোর কারণ জানালেন সর্ব মিত…
  • ২৬ জানুয়ারি ২০২৬
‘সাদ্দামের লগে কী করছস’ বলে বাগেরহাটের ডিসি-এসপিকে হুমকি
  • ২৬ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে, নতুন যুক্ত হ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজ কুষ্টিয়ায় যাচ্ছেন জামায়াত আমির
  • ২৬ জানুয়ারি ২০২৬
দেড় শতাধিক শিক্ষার্থীদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল কনকসাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
আ.লীগ নেতাকে ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা, ৩ এসআই আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬