ইতালিতে স্কুল খোলার আগেই ১৩ হাজার শিক্ষক-কর্মচারীর করোনা পজিটিভ

১২ সেপ্টেম্বর ২০২০, ০৯:২৮ AM

© ফাইল ফটো

আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ইতালিতে স্কুল খুলে দেওয়া হচ্ছে। তবে এর আগেই রয়েছে দুঃসংবাদ। দেশটির প্রায় ১৩ হাজার শিক্ষক ও কর্মচারীদের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

জানা গেছে, স্কুল খোলার আগেই দেশেটিতেই সব স্কুলগুলোর শিক্ষক এবং কর্মচারীদের করোনা পরীক্ষা করা হচ্ছে। এখন পর্যন্ত ৫ লাখের মতো শিক্ষক-কর্মচারীদেরকে করোনা টেস্ট করা হয়েছে। স্কুলের শিক্ষক কর্মচারীদের শুধুমাত্র রক্ত পরীক্ষা করা হয়েছে যাকে বলা হচ্ছে সিরিজিং টেস্ট। দেশটিতে প্রায় অর্ধেক শিক্ষক ও কর্মচারীর উপর এই করোনা টেস্ট করা হয়। এতে প্রায় ১৩ হাজারে মতো আক্রান্ত সংখ্যা পজিটিভ পাওয়া গেছে। এতে শঙ্কিত রয়েছেন দেশেটির শিক্ষা মন্ত্রণালয়।

যেসব শিক্ষক ও কর্মচারীর উপর এই টেস্ট করা হয় তাতে ১৩ হাজারে মতো আক্রান্ত সংখ্যা পজিটিভ এসেছে। যা মোট পরীক্ষার প্রায় ২.৬ ভাগ। ইতালিতে এখন পর্যন্ত করোনা ভাইরাস এর পরীক্ষার ফলাফল তাহলো ২.২ ভাগ পজিটিভ।

এদিকে দেশেটির করোনাভাইরাস নিয়ন্ত্রক কমিশনের প্রধান ডমিনিকো আরকুরি জানিয়েছেন, করোনা ভাইরাস পজিটিভ এই ১৩ হাজার শিক্ষক ও কর্মচারীরা করোনা পরীক্ষায় নেগেটিভ আসার আগ পর্যন্ত স্কুলে প্রবেশ করতে পারবেন না।

এছাড়া দেশটিতে প্রায় ২৫ হাজারের উপরে বাংলাদেশি ছাত্র-ছাত্রী রয়েছে যারা আগামী ১৪ ই সেপ্টেম্বর থেকে স্কুলগুলোতে প্রবেশ করবেন। এ বিষয়ে চিন্তিত আছেন বাংলাদেশি পরিবারগুলোর শিক্ষার্থীদের অভিভাবকগণ।

প্রসঙ্গত, করোনাভাইরাস পরিস্থিতিতে এর আগে করোনার কাছে অনেকটা থমকে গিয়েছিল দেশটি। পরিস্থিতি কিছুটা অনুকূলে আসলে পরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দেয়া হয়। তবে সবশেষ শিক্ষক ও কর্মচারী করোনা পজিটিভ নিয়ে নতুন করে সঙ্কায় শিক্ষা মন্ত্রণালয়।

একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলছে, অপরদিকে মা-বোনদের গায়ে হা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ইশতেহার প্রণয়নে অনলাইনে ৩৭ হাজার মতামত পেল জামায়াত
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোবিপ্রবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালিয়ে গ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিশেষ টিকায় কমবে জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকি, কোন বয়সে নেওয়…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ভর্তির বিষয় পছন্দক্রম ফরম পূরণ শুরু আজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা’, নির্বাচনী সভায় বিএনপি প্রা…
  • ২৭ জানুয়ারি ২০২৬