মেয়ের জন্মদিনের অনুষ্ঠান থেকে মেয়রসহ ১৬ জনের করোনা শনাক্ত

২৯ জুলাই ২০২০, ১২:৫৫ PM

© প্রতীকী ছবি

মেয়ের জন্মদিনের অনুষ্ঠান করতে গিয়ে দিনাজপুরের বিরামপুর পৌরসভার মেয়র লিয়াকত আলী সরকারসহ তাঁর পরিবার ও আত্মীয়ের ১৬ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আজ বুধবার (২৯ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সোলায়মান মেহেদী।

মেয়র জানান, গত ৭ জুলাই তাঁর বড় মেয়ের জন্মদিনে বাড়িতে নিকট আত্মীয়ের কয়েকজন উপস্থিত হয়েছিলেন। দুদিন পরে তাঁর স্ত্রীসহ আরও দুজনের শরীরে জ্বর অনুভব করেন। তাঁদের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়। গত রবি ও সোমবার অন্যদেরও নমুনা দেওয়া হয়। তাতে ১৩ জনের কোভিড ধরা পড়েছে।

মেয়র আরও বলেন, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার পরও করোনায় সংক্রমিত হলেন। পরিবারের সবাই হোম কোয়ারেন্টিনে আছেন।

এদিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সোলায়মান মেহেদী বলেন, মেয়রসহ তাঁর পরিবারের ১৬ সদস্য পর্যায়ক্রমে করোনা পজিটিভ হয়েছেন। তবে সবাই সুস্থ আছেন। প্রথম শনাক্তের দিন থেকেই তাঁর পরিবারকে লকডাউন করা হয়েছে। আজ মেয়রের গাড়িচালকেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।

জেলায় এখন পর্যন্ত ১ হাজার ৫৩৩ জনের করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ৩৪ জন। আর করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৮ জনের। জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১৪ এপ্রিল।

অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
কর্মক্ষেত্রে মামা খালুর হিসাব নেব না: জামায়াত আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিএনপির হাতে দুদিনে ১৪টি নারী হেনস্তার ঘটনা, অভিযোগ ঢাবি ছা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নিজ জেলায় কর্মরত শিক্ষকদের বদলির সুযোগ নেই
  • ২৭ জানুয়ারি ২০২৬
১২ ফেব্রুয়ারি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠবেন: তারেক রহমান
  • ২৭ জানুয়ারি ২০২৬
টেরিটরি সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, বয়স ২০ হলেই আব…
  • ২৭ জানুয়ারি ২০২৬