নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ করোনায় আক্রান্ত হয়েছেন। ২৭ জুলাই রাতে তাঁর মেয়ে অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ মায়ের করোনা পজিটিভ হওয়ার খবর জানান। জিনাত এখন রাজধানীর গ্রিন লাইফ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি।
মঙ্গলবার সারা দিন মায়ের জন্য বি পজিটিভ প্লাজমা খুঁজেছেন বিজরী। বেশ কয়েকবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচিতদের অনুরোধ করেছেন, করোনাজয়ী কেউ থাকলে যেন অতিসত্তর যোগাযোগ করেন।
বিজরী বলেন, ‘এতটা অসহায় আগে কখনো লাগেনি। কী করব ভেবে পাচ্ছি না। যত দ্রুত সম্ভব আমার মায়ের জন্য প্লাজমা প্রয়োজন। এই সময় কেউ সাহায্য করলে কৃতজ্ঞ থাকব।’
নৃত্যশিল্পী হিসেবে জিনাত বরকতুল্লাহ শিল্পকলা একাডেমি, ইউনেসকো পুরস্কারসহ আন্তর্জাতিক বেশ কিছু পুরস্কার পেয়েছেন।