দিনে পাঁচবার হনুমান চল্লিশা পড়লে করোনা দূর হবে: প্রজ্ঞা ঠাকুর

২৬ জুলাই ২০২০, ১০:৫১ AM

© এনডিটিভি

করোনা নামক অণুজীবকে দেশছাড়া করতে ভারতে নানা মুনি নানা মত দিয়েই চলেছিলেন। পতঞ্জলি তো করোনিল বাজারে এনেই ফেলেছিল। কেন্দ্রীয় মন্ত্রী আবার দাবি করেছেন, ভাবিজি পাঁপড় খেলে বিদায় নেবে করোনা। অপর এক কেন্দ্রীয় মন্ত্রী রীতিমতো কর্মী-সমর্থকদের নিয়ে মুম্বইয়ের রাস্তায় নেমে গো করোনা গো স্লোগান তুলেছিলেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ খবর দিয়ে জানিয়েছে, করোনা তাড়ানোর এই উদ্যোগে এবার নয়া সংযোজন বিজেপির সংসদ সদস্য প্রজ্ঞা সিং ঠাকুর। শনিবার তিনি বলেছেন, ‘আজ থেকে ৫ অগাস্ট পর্যন্ত দিনে পাঁচবার হনুমান চল্লিশা পড়ুন তাহলে করোনা দূর হয়ে যাবে।’

এ প্রসঙ্গে উল্লেখ্য, ৫ অগাস্ট অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজো। সেই উপলক্ষে এখন প্রস্তুতি তুঙ্গে। এই বিজেপি সংসদ সদস্যের আহবান, ‘আসুন মানুষের নিরোগ শরীর কামনায় প্রার্থনা করি। আগামি ৫ অগাস্ট পর্যন্ত সন্ধ্যা ৭টায় দিনে পাঁচবার হনুমান চল্লিশা পড়ি। আর ৫ আগস্ট প্রতি ঘরে প্রদীপ জ্বালিয়ে রামলালাকে স্মরণ করি।’

প্রজ্ঞা ঠাকুর টুইট করে বলেন, ‘মধ্যপ্রদেশের বিজেপি সরকার সংক্রমণ ঠেকাতে উদ্যোগী। ৪ অগাস্ট অবধি লকডাউন বলবৎ রয়েছে। যদি গোটা দেশের হিন্দুরা একস্বরে হনুমান চল্লিশা পড়েন তবে করোনা দূর হবেই। এটা ভগবান রামের নিজের প্রার্থনা।’

অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
কর্মক্ষেত্রে মামা খালুর হিসাব নেব না: জামায়াত আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিএনপির হাতে দুদিনে ১৪টি নারী হেনস্তার ঘটনা, অভিযোগ ঢাবি ছা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নিজ জেলায় কর্মরত শিক্ষকদের বদলির সুযোগ নেই
  • ২৭ জানুয়ারি ২০২৬
১২ ফেব্রুয়ারি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠবেন: তারেক রহমান
  • ২৭ জানুয়ারি ২০২৬
টেরিটরি সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, বয়স ২০ হলেই আব…
  • ২৭ জানুয়ারি ২০২৬