করোনায় মৃত্যুর আগে রোগীর আর্তনাদ ভাইরাল (ভিডিও)

২৫ জুলাই ২০২০, ১২:৫৪ PM

করোনা যখন পুরো বিশ্বকে গিলে খাচ্ছে তখন তার সঙ্গে যুক্ত হয়েছে বিভিন্ন দেশের স্বাস্থ্যখাতের অনিয়ম। এই মহামারিতেও সেবা নিয়ে হচ্ছে নানা রকমের দুর্নীতি। ফলে অবহেলায় মারা যাচ্ছে অনেকেই। এরকমই অবস্থায় হরসুখ ভিকাভাই বাদহামাসি নামের এক করোনার রোগী মৃত্যুর আগে বাঁচার আকুতি নিয়ে ভিডিও করেন। যা ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হাসপাতালে রোগীদের জন্য যথেষ্ট ব্যবস্থা-পরিষেবা কোনোটাই নেই-এই অভিযোগ জানিয়ে ভিডিও করেন তিনি।

সম্প্রতি ভারতের সুরতে এক ব্যক্তির মৃত্যুর আগের সেই ভিডিওটি ভাইরাল হতে দেখা গেছে। সুরত নগরপালিকার একটি হাসপাতালে ভর্তি ছিলেন এক তিনি।

ভিডিওতে তিনি বলেন, ‘কেউ আসে না, কেউ আমায় জিজ্ঞাসা করে না৷ ’ তিনি জানিয়েছেন, চিকিৎসক আসতেন আর ওষুধ দিয়ে চলে যান, ঘুমে আচ্ছন্ন বোধ করছি বললে চিকিৎসকরা বলতেন ঘুমিয়ে পড়তে। তিনি নিজের ভিডিওতে শেষ কথা বলেন, ‘কেউ যদি কিছু না করে তাহলে আমি মারা যাব৷ ’

ইতিমধ্যে লালাওয়াদির হাসাপাতালে ভর্তি থাকা ওই ভাইরাল ভিডিও রেকর্ড করা ব্যক্তি মারা গেছেন। রত্ন কলাকার নিজের ভাইকে ডেকে নিয়ে জানান এই হাসপাতালে রোগীর চিকিৎসা করার প্রায় কোনো ব্যবস্থা নেই ৷

৩৮ বছরের ব্যক্তি সুরতের পুনগাম এলাকার বাসিন্দা তিনি। তার পরিবারে রয়েছেন স্ত্রী ও দুই সন্তান ৷ ১৭ তারিখ করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর তাকে হাসাপাতালে ভর্তি করা হয় ৷ ভদ্রলোকের ভিডিও ভাইরাল হওয়ার পরেই হাসপাতালের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে ৷ এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই ঘটনার তদন্ত হচ্ছে। (সূত্র: নিউজ এইটটিন)

 

বিএনপির হাতে দুদিনে ১৪টি নারী হেনস্তার ঘটনা, অভিযোগ ঢাবি ছা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নিজ জেলায় কর্মরত শিক্ষকদের বদলির সুযোগ নেই
  • ২৭ জানুয়ারি ২০২৬
১২ ফেব্রুয়ারি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠবেন: তারেক রহমান
  • ২৭ জানুয়ারি ২০২৬
টেরিটরি সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, বয়স ২০ হলেই আব…
  • ২৭ জানুয়ারি ২০২৬
২০২৩ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ২৭ জানুয়ারি ২০২৬
দেড় বছর ধরে স্থবির বুটেক্স শিক্ষক সমিতির কার্যক্রম
  • ২৭ জানুয়ারি ২০২৬