বিএসএমএমইউতে ৩৪০ শয্যার করোনা ইউনিট চালু হচ্ছে: উপাচার্য

  © টিডিসি ফটো

আগামী শনিবার থেকে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ৩৪০ শয্যা বিশিষ্ট করোনা ইউনিট চালু হচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

উপাচার্য বলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা নিশ্চিতের লক্ষ্যে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপনসহ আইসিইউ সুযোগ-সুবিধা বৃদ্ধি করার লক্ষ্যে করোনা ইউনিট চালু করতে কিছুটা দেরি হয়েছে। তবে আগামী শনিবার থেকেই করোনা ইউনিট চালু হচ্ছে এটা নিশ্চিত।


সর্বশেষ সংবাদ