দেশে করোনা টেস্ট থেমে আছে ১৫ হাজারের মধ্যে

২৪ জুন ২০২০, ০২:৪৪ PM

© ভয়েস অফ আমেরিকা

বাংলাদেশে যখন উল্কার গতিতে করোনা ছুটে চলেছে ঠিক তখনই টেস্ট থেমে আছে ১৫ হাজারের মধ্যে। ফলে কে কোথায় কিভাবে সংক্রমিত হচ্ছেন তা জানা সম্ভব হচ্ছে না। সংখ্যাই বা কত তাও থাকছে অজানা! এর মধ্যে কিট সংকট। ৪৩টি জেলায় পিসিআর ল্যাবের সুবিধাও নেই। অন্যদিকে টেস্টে ভুল ফল আসছে। মিলছেনা সংক্রমণের সঠিক চিত্র।

আবার নমুনা জমা না দিয়েও অনেকে মোবাইলে বার্তা পাচ্ছেন ‘আপনার করোনা পজিটিভ’। সবমিলিয়ে এক জগাখিচুড়ি অবস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় এক সময় কাজ করতেন বাংলাদেশী বিশেষজ্ঞ ডা. মোজাহেরুল হক। গোঁড়া থেকেই তিনি বলেছিলেন, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

মঙ্গলবার মোজাহেরুল হক বলেন, শুরুতে ঢাকা সহ চার, পাঁচটি জেলায় করোনার দাপট সীমাবদ্ধ ছিল। এখন সব শহরে, বন্দরে, গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে। গোষ্ঠী সংক্রমণও শিকড়ে পৌঁছেছে। এই অবস্থায় কার্যকর পদক্ষেপও দৃশ্যমান নয়। এখন যে অঞ্চলভিত্তিক লকডাউন দেখা যাচ্ছে তা মোটেও কার্যকর নয়। এই ব্যবস্থা সংক্রমণ ঠেকাতে কোন ভুমিকা রাখবেনা।

তার মতে, লকডাউন, আইসোলেশন ও হোম কোয়ারেন্টিন ঠিকমত মানা হলে হয়তো চার থেকে ছয় মাসের মধ্যে নিয়ন্ত্রণ করা সম্ভব। একেবারে নির্মূল করা সম্ভব নয়। কিন্তু আমরা একের পর এক ভুল করে চলেছি। চীনা বিশেষজ্ঞ দলও অনেক লোকের প্রাণহানির কথা বলে গেছে।

বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সারাদেশে সাড়ে তিন হাজার চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৫ জন চিকিৎসক।

সূত্র: ভয়েস অফ আমেরিকা

তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশ্লেষণ আমাদের অনুপ্র…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুটি আসনে দাঁড়িপাল্লা প্রতীক না রাখার আবেদন জামায়াতের
  • ২৯ জানুয়ারি ২০২৬
আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান, রাবিতে লাল কার্ড দেখাল ছাত্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
ডিআইইউসাসের ‘নীতি সংলাপে’ অতিথি হচ্ছেন প্রেস সচিব শফিকুল আলম
  • ২৯ জানুয়ারি ২০২৬
ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত ২০
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘মির্জা আব্বাসের এলাকা’ দাবি করে প্রচারণায় বাধা যুবদল নেতার…
  • ২৯ জানুয়ারি ২০২৬