আমি সুস্থ আছি, কেউ বিভ্রান্ত হবেন না: মাশরাফি

২২ জুন ২০২০, ০৪:৩৪ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। মাশরাফি জানিয়েছেন, ‘আমি এখন পর্যন্ত সুস্থ আছি, আপনারা কোন ধরনের নিউজে বিভ্রান্ত হবেন না’।

আজ সোমবার (২২ জুন) বিকেলে তিনি ফেসবুক পোস্টে বলেন, আমি এখন পর্যন্ত শারীরিক ভাবে সুস্থ আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করছি। কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক।

মাশরাফি জানান, হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাবার তথ্য সম্পূর্ণভাবে ভিত্তিহীন। কোন কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনো ধরনের নিউজ এ আপনারা বিচলিত হবেন না। সবাই আমার জন্যে দোয়া করবেন। সবাইকে একত্রে থেকে এই যুদ্ধে আমাদের জয় লাভ করতে হবে। আল্লাহ সবার সহায় হোন।

এদিকে আজ দুপুরে তার করোনাভাইরাস এবং হাসপাতাল সিট খালি না পাওয়ার বিষয় নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। বিষয়টি নিয়ে তাঁর অবস্থান জানিয়ে ফেসবুকে এ স্ট্যাটাস দিয়েছেন।

এর আগে মাশরাফির শাশুড়ী এবং স্ত্রী সুমনা হকের বড় বোন রিক্তা করোনায় আক্রান্ত হন। করোনায় আক্রান্ত হওয়ার আগে কয়েকদনি ধরে মাশরাফি কিছুটা জ্বরে ভুগছিলেন। তা কয়েকদিন স্থায়ী হলে করোনা টেস্ট করান তিনি। এর ফলাফল পজিটিভ আসে। নিজেই সামাজিকে যোগাযোগমাধ্যমে এ তথ্য জানান তিনি।

ইরানে হামলার হুমকি; ডলারের দরপতনে রেকর্ড দাম স্বর্ণের
  • ২৯ জানুয়ারি ২০২৬
নেতার ইগো ও ষড়যন্ত্রে চার দশক পর বিএনপি ছাড়লেন মাহাবুব মা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন শেষ ৫ ফেব্রুয়ারি
  • ২৯ জানুয়ারি ২০২৬
রোগী বহনকারী অ্যাম্বুলেন্স অপেক্ষমাণ রেখে ফেরি ছেড়ে দেওয়ার …
  • ২৯ জানুয়ারি ২০২৬
ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালালে যে ৭ ঘটনা ঘটতে পারে
  • ২৯ জানুয়ারি ২০২৬
ভোকেশনালের সমাপনী পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ শুরু ১ ফেব্রুয়ার…
  • ২৯ জানুয়ারি ২০২৬