এবার সংসদ সদস্যদের করোনা পরীক্ষা করতে চিঠি

২১ জুন ২০২০, ০১:৩১ PM

© ফাইল ফটো

এবার জাতীয় সংসদের সদস্যদের (এমপি) করোনা পরীক্ষার জন্য চিঠি দেওয়া হয়েছে। একের পর এক সংসদ সদস্য-মন্ত্রী করোনায় আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদের চলমান অধিবেশনে অংশ নেবেন এমন ১৭০ জনকে করোনা নমুনা পরীক্ষার জন্য বলা হয়েছে।

জানা গেছে, বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক আগামী ২৩ জুন থেকে ফের শুরু হচ্ছে। এতে সংসদ সদস্যরা পর্যায়ক্রমে যোগ দেবেন। এর আগে সংসদের কর্মরতদের করোনা পরীক্ষার ব্যবস্থা করা হলেও সংসদ সদস্যদের ব্যাপারে কোনো নির্দেশনা ছিল না।

সূত্র জানিয়েছে, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অন্তত ৯৪ জন করোনায় আক্রান্ত। এ ছাড়া ৮২ আনসার সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আর আজ রবিবার (২১ জুন) পর্যন্ত ১৫ জন এমপি-মন্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন।

এ বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী সাংবাদিকদেরকে জানান, এই করোনা পরীক্ষা করা বাধ্যমতামূলক নয়। অধিবেশনের অংশ নেবেন এমন ১৭০ সংসদ সদস্য করোনা পরীক্ষার জন্য চিঠি দিয়েছি। তাদের মধ্যে ২০ জন নমুনা দিয়েছেন। বাকিরা আজ রোববার থেকে দেবেন। সংসদে ইতোমধ্যে অনেকের করোনা ধরা পড়েছে। এটি আর ছড়িয়ে না পড়ুক সেটাই চাওয়া বলেও উল্লেখ করেন তিনি।

অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
কর্মক্ষেত্রে মামা খালুর হিসাব নেব না: জামায়াত আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিএনপির হাতে দুদিনে ১৪টি নারী হেনস্তার ঘটনা, অভিযোগ ঢাবি ছা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নিজ জেলায় কর্মরত শিক্ষকদের বদলির সুযোগ নেই
  • ২৭ জানুয়ারি ২০২৬
১২ ফেব্রুয়ারি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠবেন: তারেক রহমান
  • ২৭ জানুয়ারি ২০২৬
টেরিটরি সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, বয়স ২০ হলেই আব…
  • ২৭ জানুয়ারি ২০২৬