করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন ‘গরিবের ডাক্তার’ চিত্তরঞ্জন নাথ

০৮ জুন ২০২০, ০৯:১৫ AM

© সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ার ‘গরিবের ডাক্তার’ বলে খ্যাত চিত্তরঞ্জন নাথ (৬৬) করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। রোববার (৭ জুন) সকালে শ্বাসকষ্টে ভুগে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মেডিসন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত্যুর পর তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

দীর্ঘ ৩৬ বছর ধরে এমপিএইস ডিগ্রি নিয়ে পটিয়ায় চিকিৎসাসেবা দিয়ে আসছেন এই ডাক্তার। বিনিময়ে রোগীর নিকট থেকে ৫-১০ টাকা নিতেন তিনি। ফিস না দিলেও চিকিৎসা দিতেন। এজন্য ‘গরিবের ডাক্তার’ চিত্তরঞ্জন নাথের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চিত্তরঞ্জন নাথের সহকারী সন্তোষ নাথ জানান, গত ৪ জুন নিজ চেম্বারে রোগী দেখার সময় শ্বাসকষ্ট হলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

জানা গেছে, চিত্তরঞ্জন নাথ একজন সরকারি চাকরিজীবী ছিলেন। সর্বশেষ পাচুঁরিয়া স্বাস্থ্য কেন্দ্রে উপসহকারী মেডিকেল অফিসার হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ২০১০ সালে স্বেচ্ছায় চাকরি হতে তিনি অবসর গ্রহণ করেন।

মৃত্যুকালে দুই ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হুইপ সামশুল হক চৌধুরী, হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবু সালেহ চৌধুরী প্রমুখ।

আইআইইউসির ষষ্ঠ সমাবর্তন শনিবার, সনদ পাচ্ছেন ৮ হাজার গ্রাজুয়…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি ক্ষমতায় এলে প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও মানসম্মত করার…
  • ২৯ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রসংসদের প্রতিনিধিদের প্র…
  • ২৯ জানুয়ারি ২০২৬
ফের ব্যর্থ বাবর, অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াকু পুঁজি পাকিস্তান…
  • ২৯ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার বিষয় ও নম্বর বন্টন দেখুন এ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে এবার কঠোর কর্মসূচির পথে চাকরিজীবীরা
  • ২৯ জানুয়ারি ২০২৬