করোনায় আক্রান্ত নাসিমের অবস্থা ডিপ ক্রিটিক্যাল: বিএসএমএমইউ উপাচার্য

০৭ জুন ২০২০, ১১:৩৮ AM

© সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা গভীর সংকটাপন্ন (ডিপ ক্রিটিক্যাল) বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া।

তাকে চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য কনক কান্তি বড়ুয়া বলেন, মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা ডিপ ক্রিটিক্যাল (গভীর সংকটাপন্ন)। ৭২ ঘণ্টা পর্যবেক্ষণ সময় না গেলে এ ব্যাপারে কিছু বলা যাচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে বোর্ডের অপর সদস্য বিখ্যাত নিউরোলজিস্ট অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ বলেন, মোহাম্মদ নাসিম ডায়াবেটিসে ভুগছেন। তার ব্লাড প্রেশারও আছে। এরই মধ্যে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, আবার ব্রেন স্ট্রোক করেছেন। সব মিলিয়ে তার অবস্থা সংকটাপন্ন বলে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রীর নির্দেশে শনিবার মোহাম্মদ নাসিমের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড মিটিং করে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে তাকে। বর্তমানে তিনি ভেন্টিলেটরে অচেতন রয়েছেন বলে জানানো হয়েছে।

৫ সদস্যের মেডিকেল আরও আছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ। গত সোমবার সকালে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন নাসিম। পরে তার করোনাভাইরাস ধরা পড়ে। এর মধ্যে শুক্রবার সকালে ব্রেন স্ট্রোক করলে তার অস্ত্রোপচার করা হয়।

শেষ হল ছাত্রশিবির আয়োজিত আল-খোয়ারিজমি সায়েন্স ফেস্টের প্রথম…
  • ২৯ জানুয়ারি ২০২৬
নারীদের ক্রীড়ায় অংশগ্রহণ বাড়াতে পল্লবীতে শুরু হল ব্যাডমিন্ট…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত আমিরের দুদিনের সফরসূচি প্রকাশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
ক্রিকেটারদের ক্ষতি পুষিয়ে দেওয়ার আশ্বাস সরকারের
  • ২৯ জানুয়ারি ২০২৬
শুটিং দলকে ভারতে যাওয়ার অনুমতির নেপথ্যে যে যুক্তি সরকারের
  • ২৯ জানুয়ারি ২০২৬
প্রথম পডকাস্টে ফ্যামিলি কার্ডের বিস্তারিত তুলে ধরে যা বললেন…
  • ২৯ জানুয়ারি ২০২৬