বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাফিলতিতে করোনা নিয়ন্ত্রণে বাইরে: যুক্তরাষ্ট্র

১৯ মে ২০২০, ০১:১৯ PM

© ফাইল ফটো

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাফিলতির কারণেই নোভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) মহামারি আজ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। গতকাল সোমবার (১৮ মে) ডব্লিউএইচও’র গভর্নিং বডির বৈঠকে মার্কিন স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজার এ অভিযোগ করেন।

তিনি বলেন, সংস্থাটি (ডব্লিউএইচও) ভাইরাস সম্পর্কে বিশ্বের জন্য প্রয়োজনীয় তথ্য যোগাড়ে ব্যর্থ হয়েছে। খবর বিবিসি ও আলজাজিরার।

ডব্লিউএইচওর ১৯৪ সদস্য দেশ নিয়ে সোমবার থেকে শুরু হয়েছে দুদিনের বার্ষিক বিশ্ব স্বাস্থ্য অধিবেশন (ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি)। করোনাভাইরাস মহামারী নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই সংস্থাটির ভূমিকা পর্যালোচনায় ভার্চুয়াল বৈঠকের মধ্য দিয়ে এবারের ৭৩তম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবর অভিযোগ করে আসছেন, চীন ভাইরাসটির প্রাদুর্ভাব গোপনের চেষ্টা করেছে। আর এ বিষয়ে বেইজিংয়ের কাছ থেকে যথাযথ জবাব আদায়ে ব্যর্থ হয়েছে ডব্লিউএইচও। তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছে চীন।

সোমবারের ভার্চুয়াল বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তার দেশ খোলামেলাভাবে এবং স্বচ্ছতার সঙ্গে করোনা মোকাবেলা করেছে। মহামারী নিয়ন্ত্রণে আনার পর এ বিষয়ে তদন্ত হতে পারে বলেও বলেছেন তিনি।

জিনপিং আরও বলেন, মহামারীর ক্ষতি কাটিয়ে উঠতে আগামী দুই বছরে বিশ্বের বিভিন্ন দেশকে ২০০ কোটি ডলার দেবে চীন। আর কোনো টিকা বানানো সম্ভব হলে তা সব দেশকে দেয়ার প্রস্তাবও দেন তিনি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে দেখা দেয়া করোনা ভাইরাস এখন পর্যন্ত বিশ্বের প্রায় ৪৯ লাখের বেশি মানুষকে সংক্রমিত করেছে। এর মধ্যে মৃত্যু হয়েছে তিন লাখের বেশি মানুষের।

জামায়াত আমিরকে জড়িয়ে ধরে কাঁদলেন শহীদের মায়েরা
  • ৩০ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই অফিসার নেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন শেষ ৫ ফেব্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
আপন দুই ভাই বিএনপি-যুবদলের ২ নেতা আটক, অস্ত্র উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
প্রজেক্ট কোঅর্ডিনেটর নেবে বিক্রয় ডটকম, কর্মস্থল ঢাকা
  • ৩০ জানুয়ারি ২০২৬
জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসের প্রিলির প্রশ্ন সমাধান দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬