মহামারি করোনা ভাইরাসের কারণে প্রতিনিয়তই বাড়ছে করোনা টেস্ট। করোনা উপসর্গ নিয়ে আসা টেস্টের বয়সের সময়সীমাও নির্ধারণ করে দিল বৃটেন। পাঁচ বছর বয়সের উপরে যে কেউ করোনাভাইরাসের টেস্ট করাতে পারবে বলে জানিয়েছেন হেলথ সেক্রেটারি মেট হ্যানকক।
গতকাল সোমবার পার্লামেন্টে এক প্রশ্নের উত্তরে তিনি এই তথ্য জানান।
হেলথ সেক্রেটারি জানান, করোনাভাইরাসের উপসর্গ হিসেবে জ্বর, কাশির সঙ্গে মুখের স্বাদ হারিয়ে ফেলা বা কোনো খাবারের ঘ্রান অনুভবের শক্তি হারিয়ে গেলে তাকে করোনার উপসর্গ ধরে ৫ বছর বয়স থেকে শুরু করে যে কেউ করোনার টেস্ট করাতে পারবেন। রবিবার বৃটেনে ১শ হাজার ৬শ ৭৮ জনের করোনা টেস্ট করা হয়েছে। করোনা টেস্টের জন্যে ৭ হাজার ৫শ হেলথ কেয়ার
এসিসটেন্সসহ প্রায় ২১ হাজার স্টাফ নিয়োগ করা হয়েছে বলেও পার্লামেন্টকে জানান তিনি।
ব্রিটেনে নতুন করে আরো ১শ' ৬০ জন করোনা রোগির মৃত্যু হয়েছে। এ নিয়ে সর্বমোট ৩৪ হাজার ৭শ ৯৬ জনের মৃত্যু হয়েছে করোনায়।