করোনায় আক্রান্ত হয়ে রুপালী ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৫ মে ২০২০, ১০:১৩ PM

© সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সহিদুল ইসলাম খানের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৫ মে) রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়ে‌ছিল ৪৯ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন রূপালী ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মো. এহতেশামুজ্জামান। বলেন, সহিদুল ইসলাম ব্যাং‌কের প্রধান কার্যালয়ের পরিকল্পনা ও গবেষণা বিভাগে ছিলেন। গত ৩০ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে তি‌নি কুয়েত মৈত্রী হাসপাতালে ভ‌র্তি হন।

আজ সন্ধ্যা সাড়ে ৭টায় মারা যান তিনি। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ছাত্র ছিলেন সহিদুল ইসলাম। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।

করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত তিনজন ব্যাংকারের মৃত্যু হয়েছে। এর আগে দ্য সিটি ব্যাংকের দুজন মারা যান। গত ১২ মে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আবু সাঈদ নামের এক কর্মকর্তা মারা যান। তার আগে ২৬ এপ্রিল ব্যাংকের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মুজতবা শাহরিয়ার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আইইএলটিএস-জিআরই পরীক্ষায় অংশগ্রহণে সহজ শর্তে ঋণ দিতে চায় এন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন জামায়াত আমির
  • ৩০ জানুয়ারি ২০২৬
দায়িত্ব পেলে চাঁদাবাজদের ঘুম হারাম করে দেব: হাসনাত আবদুল্লাহ
  • ৩০ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিন : তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
এআই-ভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় জিএসআইএমএএলের যাত্রা শুরু
  • ৩০ জানুয়ারি ২০২৬
তরুণদের জন্য এক কোটি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করতে চায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬