করোনায় আক্রান্ত হয়ে রুপালী ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৫ মে ২০২০, ১০:১৩ PM

© সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সহিদুল ইসলাম খানের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৫ মে) রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়ে‌ছিল ৪৯ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন রূপালী ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মো. এহতেশামুজ্জামান। বলেন, সহিদুল ইসলাম ব্যাং‌কের প্রধান কার্যালয়ের পরিকল্পনা ও গবেষণা বিভাগে ছিলেন। গত ৩০ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে তি‌নি কুয়েত মৈত্রী হাসপাতালে ভ‌র্তি হন।

আজ সন্ধ্যা সাড়ে ৭টায় মারা যান তিনি। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ছাত্র ছিলেন সহিদুল ইসলাম। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।

করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত তিনজন ব্যাংকারের মৃত্যু হয়েছে। এর আগে দ্য সিটি ব্যাংকের দুজন মারা যান। গত ১২ মে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আবু সাঈদ নামের এক কর্মকর্তা মারা যান। তার আগে ২৬ এপ্রিল ব্যাংকের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মুজতবা শাহরিয়ার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মহাখালীতে সাততলা ভবনে আগুন
  • ৩০ জানুয়ারি ২০২৬
ইশতেহার দিয়ে বাস্তবায়ন না করতে পারার সংস্কৃতিতে ঢুকবে না …
  • ৩০ জানুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা বিদ্যুৎ চন্দ্র
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপি তার ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর থাকবে
  • ৩০ জানুয়ারি ২০২৬
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে কুবি ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি
  • ৩০ জানুয়ারি ২০২৬