লকডাউনে

এক মাসের শিশুকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন চিকিৎসক

১৪ মে ২০২০, ০৯:৪৬ AM

© ফাইল ফটো

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে থমকে গেছে পুরো পৃথিবী। এরই মধ্যে ভাইরাস নিরাময়ে লকডাউন করা হয় বেশিরভাগ দেশে। লকডাউনের ফলে ঘর থেকে বের হতে পারছে না সাধারণ মানুষ। এবার এরই মাঝে এক মাসের শিশুকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন এক চিকিৎসক। যমজ সন্তানের মধ্যে একজনকে বাঁচাতে না পারলেও, অন্য জনকে ফিরে পেয়ে আপ্লুত পরিবার। ভারতের পশ্চিম মেদিনীপুরে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, গত ১৯ মার্চ সবংয়ের বাসিন্দা কল্যাণী মাইতি যমজ পুত্র সন্তানের জন্ম দেন। কিন্তু নির্দিষ্ট সময়ের আগে শিশু ভূমিষ্ঠ হওয়ায় তাদের রক্তাল্পতার সঙ্গে নানান শারীরিক সমস্যা দেখা দেয়। যমজ শিশু দুটিকে তখন মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়।

কিন্তু সেখানে ২৫ মার্চ দম্পতির যমজ সন্তানের মধ্যে একটি শিশুর মৃত্যু হয়। অন্য শিশুটির অবস্থাও তখন অত্যন্ত সঙ্কটজনক। এমন অবস্থায় অন্য শিশুটিকে তখন ওই দিনই মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে নিয়ে কোলাঘাটের এক নার্সিংহোমে যাওয়া হয়। এরপরই ওই দম্পতি কোলাঘাটের শিশু চিকিৎসক প্রবীর ভৌমিকের সঙ্গে যোগাযোগ করেন। এদিকে লকডাউনের জন্য জীবনদায়ি ওষুধ থেকে ল্যাবরেটরি সবকিছুরই সমস্যা ছিল।

এই পরিস্থিতিতে ওই সদ্যোজাতকে নিজে ২ বার রক্ত দেন চিকিৎসক প্রবীর ভৌমিক। নিজে রক্ত দিয়ে ওই শিশুর চিকিৎসা করতে থাকেন। অবশেষে স্বস্তির নিঃশ্বাস। একমাসের শিশু পুত্রকে নিয়ে আজ গ্রামের বড়িতে ফিরেছেন দম্পতি।

আইইএলটিএস-জিআরই পরীক্ষায় অংশগ্রহণে সহজ শর্তে ঋণ দিতে চায় এন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন জামায়াত আমির
  • ৩০ জানুয়ারি ২০২৬
দায়িত্ব পেলে চাঁদাবাজদের ঘুম হারাম করে দেব: হাসনাত আবদুল্লাহ
  • ৩০ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিন : তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
এআই-ভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় জিএসআইএমএএলের যাত্রা শুরু
  • ৩০ জানুয়ারি ২০২৬
তরুণদের জন্য এক কোটি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করতে চায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬