দেশে প্রথম করোনার জিনোম সিকোয়েন্স উন্মোচন

১২ মে ২০২০, ০৭:৫৭ PM

© সংগৃহীত

করোনার ব্যাপক সংক্রমণের মধ্যেই দেশে প্রথমবারের মতো প্রাণঘাতি এ ভাইরাসের জিনোম সিকোয়েন্স উন্মোচন করা হয়েছে হয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) চাইল্ড রিসার্চ হেলথ ফাউন্ডেশন এ তথ্য প্রকাশ করেছে।

দেশের প্রথম কোনো প্রতিষ্ঠান হিসেবে তারাই সর্বপ্রথম এ সিকোয়েন্স করতে সক্ষমত হল। করোনার এই জিনোম সিকোয়েন্সের মাধ্যমে এর গতি প্রকৃতি নির্ণয় করতে সক্ষম হবেন গবেষকরা।

গত ডিসেম্বরে চীনের উহান থেকে করোনার প্রাদুর্ভাব শুরুর পর বেশিরভাগ দেশই এটিকে তেমন গুরুত্ব দেয়নি। তাদের ধারণা ছিল, এটি হয়তো ইউরোপ-আমেরিকায় ছড়িয়ে পড়বে না। এজন্য তেমন কোনো পদক্ষেপ না নেয়ায় ফলও দিতে হচ্ছে দেশগুলোর।

সংক্রমণ সংখ্যার দিক থেকে এখন তালিকার প্রথমে থাকা দেশগুলোর মাঝেই নেই চীন। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। পরে ভাইরাসটি যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য কয়েকদফা সরকারি ছুটি বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়েছে। এ ছুটি আরেক দফা বাড়িয়ে ঈদ পর্যন্ত করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ওয়ার্ল্ডোমিটার তথ্যানুযায়ী, আজ মঙ্গলবার পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুই লাখ ৮৭ হাজার ৩৩২ জন। ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪২ লাখ ৫৫ হাজার ৯৪০ জনের শরীরে।

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ লাখ ২৭ হাজার ৪৮৭ জন। চিকিৎসাধীন রয়েছেন ২৪ লাখ ৪১ হাজার ১২১ জন। এরমধ্যে ২৩ লাখ ৯৪ হাজার ১৮৫ জনের শরীরে মৃদু সংক্রমণ থাকলেও বাকি ৪৬ হাজার ৯৩৬ জনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।

আইইএলটিএস-জিআরই পরীক্ষায় অংশগ্রহণে সহজ শর্তে ঋণ দিতে চায় এন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন জামায়াত আমির
  • ৩০ জানুয়ারি ২০২৬
দায়িত্ব পেলে চাঁদাবাজদের ঘুম হারাম করে দেব: হাসনাত আবদুল্লাহ
  • ৩০ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিন : তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
এআই-ভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় জিএসআইএমএএলের যাত্রা শুরু
  • ৩০ জানুয়ারি ২০২৬
তরুণদের জন্য এক কোটি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করতে চায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬