বসুন্ধরায় করোনা হাসপাতাল চালু হচ্ছে ৪ মে

০১ মে ২০২০, ০৫:৫১ PM

© সংগৃহীত

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) হাসপাতাল পরিচালনা করার জন্য একজন পরিচালকসহ দু’জন উপ-পরিচালক নিয়োগ পেয়েছেন। হাসপাতাল চালাতে যে মডিউল তৈরি করা হয়, তা নিয়ে একাধিক মিটিংও সম্পন্ন হয়েছে।

সবকিছু ঠিক থাকলে আগামী ৪ মে থেকে বসুন্ধরা করোনা হাসপাতাল শুরু হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও এ পরিকল্পনার কথা জানিয়েছিলেন। আজ শুক্রবার (১ মে) আইসিসিবি’তে এক নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান আইসিসিবি’র প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দিন।

তিনি জানান, ‘আমার মনে হয় নির্দিষ্ট সময়েই শুরু করতে পারবো। আশা করছি, আমাদের সরকার প্রধানই এর উদ্বোধন করবেন। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আমরা; দু’পক্ষ থেকেই অধিদপ্তরে অনুরোধ করা হয়েছে। এটা জনগুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের এ যাবত ইতিহাসের একটা মাইলফলক। আমরা চাই সরকার প্রধানই এর উদ্বোধন করুক।

হাসপাতাল নির্মাণের সবশেষ অবস্থা নিয়ে তিনি বলেন, ‘আমাদের কাজ সম্পন্ন হয়েছে। হলগুলোতে কিছু টিউনিং চলছে। যেহেতু তারিখ ঘোষণা হয়েছে, সেহেতু তারা এলে কাজ শুরু করতে পারবে।’

‘দেশ ও মানুষের কল্যাণে’ প্রতিপাদ্যে বসুন্ধরা গ্রুপ করোনাভাইরাসের রোগী সামাল দিতে এগিয়ে আসে। কোভিড-১৯ আক্রান্ত রোগী বাড়তে থাকায় আইসিসিবিতে পাঁচ হাজার শয্যার অস্থায়ী হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

এ প্রস্তাবে প্রধানমন্ত্রীর সম্মতির ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তর ও সেনাবাহিনীর একটি দল অস্থায়ী হাসপাতাল বা আইসোলেশন স্থাপনের উদ্যোগ নেয়। কোভিড-১৯ বিপর্যয় শেষ না হওয়া পর্যন্ত আইসিসিবি ব্যবহারের জন্য সরকারকে দেওয়া হয়েছে।

কাল থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
২৮শ’ কোটির প্রকল্প-ডাকসু সচলসহ ৪১ উল্লেখযোগ্য কার্যক্রম প্র…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬