থুতু ফেলে হাজতে!

৩০ এপ্রিল ২০২০, ০২:৫২ PM

© ফাইল ফটো

করোনা ভাইরাসে সৃষ্ট মহামারি চলছে।এ প্রেক্ষাপটে নিষেধাজ্ঞা আগেই জারি হয়েছিল। তারপরেও তা মানছিলেন না একশ্রেনীর মানুষ। তার জেরে গ্রেপ্তারও শুরু হয়েছিল। তাতেও যে খুব একটা লাভ হচ্ছে এমন নয়। এবার আর শুধু গ্রেপ্তার নয়, সঙ্গে 'ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট' ও 'ওয়েস্ট বেঙ্গল প্রহিবিশন অফ স্মোকিং অ্যান্ড স্পিটিং অ্যান্ড প্রটেকশন অফ নন স্মোকার্স অ্যান্ড মাইনর অ্যাক্ট' লঙ্ঘন করার দায়ে মামলাও দায়ের করল পুলিশ। এই জোড়া ধারার মামলা করোনার আবহে কলকাতায় এই প্রথম। তবে যে ঘটনা ঘিরে এই মামলা সেটি হচ্ছে, কলকাতার নিউ আলিপুরের এক মধ্যবয়স্ক ব্যক্তি রাস্তায় থুতু ফেলে গ্রেপ্তার হন পুলিশের হাতে। তার বিরুদ্ধেই এই মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, বুধবার কলকাতার নিউ আলিপুরের ডি ব্লকে ওই ব্যক্তিকে রাস্তার উপর থুতু ফেলতে দেখা যায়। তাই সঙ্গে সঙ্গে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

কলকাতা পুলিশের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, যত্রতত্র থুতু ফেললেই গ্রেপ্তার করা হবে। কারণ থুতু থেকে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তার জেরে কলকাতায় গ্রেপ্তারও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু তারপরেও অনেকেই এই নিয়ম মানছিলেন না। নিউ আলিপুরে ওই ব্যক্তিও সেই বিধি না মানায় গ্রেপ্তার হয়েছে। সেই গ্রেপ্তারি ও জোড়া আইন না মানার জেরে মামলা দায়ের করে এবার কলকাতা পুলিশও কার্যত স্পষ্ট বার্তা দিয়ে দিল যে এবার থেকে আইন মেনে না চললে বিশেষ আইনেই মামলা দায়ের করা হবে।

কাল থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
২৮শ’ কোটির প্রকল্প-ডাকসু সচলসহ ৪১ উল্লেখযোগ্য কার্যক্রম প্র…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬