ভাত দে— দাবিতে ঢাকার রাস্তা অবরোধ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ০১:৪২ PM , আপডেট: ৩০ এপ্রিল ২০২০, ০১:৪২ PM
ঢাকার মিরপুর ১০ মোড় অবরোধ করে বিক্ষোভ করছে করোনাভাইরাসের কারণে ঘরে আটকা পড়া গণপরিবহন শ্রমিকরা। বাসায় খাবার নেই, ছেলে মেয়েদের খাবার দিতে পারছেন না। তাই ‘ভাত দে’ স্লোগান তুলে ত্রাণ দেয়ার অথবা গণপরিবহন খুলে দেয়ার দাবি জানাচ্ছেন তারা।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে রাস্তার উভয় পাশ বন্ধ করে দিয়ে বিক্ষোভ করছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিভিন্ন স্থানে থাকা গণপরিবহন শ্রমিকরা সেখানে জড়ো হয়। এসময় বিভিন্ন দাবি জানিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায় শ্রমিকদের।
তারা জানান, “সরকারি বিভিন্নভাবে ভর্তুকি দিচ্ছেন কিন্তু আমরা লাইসেন্সধারী হয়েও কোন সাহায্য সহযোগিতা পাচ্ছি না। ঘরে গেলে ছেলেমেয়েরা খাবার চাই কিন্তু আমরা দিতে পারি না। তাই না খেয়ে মরার চেয়ে করোনা মারা গেলে কোন সমস্যা নেই।”