করোনা চিকিৎসা দিতে দক্ষিণ আফ্রিকায় কিউবার চিকিৎসকদল

২৮ এপ্রিল ২০২০, ০২:০৫ PM

© সংগৃহীত

মহামারি করোনাভাইরাস বিস্তার র দুই শতাধিক চিকিৎসক কিউবা থেকে দক্ষিণ আফ্রিকায় গেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যারিবিয়ান দ্বীপে চিকিৎসা সরঞ্জাম সহায়তা দেওয়ার জন্য প্রথমে একটি বিমান পাঠানো হয়।

গত রবিবার স্থানীয় সময় রাতের বেলা কিউবার চিকিৎসকরা জোহানেসবার্গে পৌঁছান। দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয় ওই চিকিৎসকদের বিভিন্ন দলে ভাগ করে দায়িত্ব দেবে।

জানা গেছে, অন্তত ২২টি দেশে এক হাজার দু'শ স্বাস্থ্যকর্মী পাঠিয়েছে কিউবা। এদিকে করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার জেরে মে মাস পর্যন্ত লকডাউন করে রাখা আছে দক্ষিণ আফ্রিকা।

তবে ১৫ লাখের বেশি মানুষ কাজে ফিরেছে। কিছু শিক্ষা প্রতিষ্ঠানও নতুন করে খুলে দেওয়া হয়েছে এবং খাবার সরবরাহকারীদের কাজের অনুমোদন দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত অ্যালকোহল বিক্রি এবং জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। জানা গেছে, সে দেশে চার হাজার সাতশ ৯৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছে এবং মারা গেছে ৯০ জন।

পে স্কেল কী হবে?
  • ৩১ জানুয়ারি ২০২৬
ইসির অনলাইন কার্ড আবেদনে কয়েক হাজার সাংবাদিকের তথ্য ফাঁস 
  • ৩১ জানুয়ারি ২০২৬
মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নানা বিধিনিষেধ
  • ৩১ জানুয়ারি ২০২৬
ত্বক গ্লো করতে জাদুকরি মাধ্যম ‘স্কোয়ালেন’, ​ব্যবহার করবেন ক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
এবার সেনাবাহিনী-পুলিশ-র‍্যাবকে নিয়ে পোস্ট জামায়াত আমিরের
  • ৩১ জানুয়ারি ২০২৬
ক্যাশিয়ার নিয়োগ দেবে মীনা বাজার, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ৩১ জানুয়ারি ২০২৬