এবার করোনার উপসর্গ নিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

২৬ এপ্রিল ২০২০, ০৯:০৭ PM

© সংগৃহীত

করোনার উপসর্গ নিয়ে এবার মৃত্যুবরণ করেছেন একজন ব্যাংকার। শাহরিয়ার নামের ওই কর্মকর্তা বেসরকারি দি সিটি ব্যাংকে কর্মকর্তা বলে জানা গেছে। ব্যাংকের মানবসম্পদ বিভাগে কর্মরত ছিলেন তিনি। মুজতবা শাহরিয়ারের মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৪০ বছর।

জানা যায়, এর আগেও করোনা সন্দেহে দুইবার পরীক্ষা করেছিলেন তিনি। তবে দুইবারই নেগেটিভ রেজাল্ট আসে। তবে গতকাল আবারও সর্দি কাশি এবং জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলে আবারো পরীক্ষা করা হয়। প্রাথমিকভাবে ডাক্তাররা জানান উনি করোনাভাইরাসে আক্রান্ত।

পাশাপাশি মোবাইলের মাধ্যমে তার পরিবারকে আক্রান্তের সাথে সাক্ষাৎ না করার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু চূড়ান্ত রিপোর্ট আসার আগেই আজ সকালে মৃত্যুবরণ করেন শাহরিয়ার। সবশেষ তথ্য অনুযায়ী, আজ বাদ জোহর তালতলা কবরস্থানে লাশটি দাফন করা হয়। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করে করোনা রোগী দাফনের বিশেষজ্ঞ দল।

জানা গেছে, মোস্তফা শাহরিয়ারের ডেট সার্টিফিকেট এর অপেক্ষায় রয়েছে ব্যাংক। এটি হাতে পাওয়ার পরেই পারিবারিক সহযোগিতা এর কার্যক্রম শুরু করা হবে। গত সপ্তাহে করোনাই আক্রান্ত ব্যাংকারদের স্বাস্থ্য বীমার আওতায় নিয়ে আসার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক।

পদক্রম অনুযায়ী পাঁচ থেকে ১০ লাখ টাকার স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। তবে দুর্ভাগ্যবশত কোন ব্যাংক কর্মকর্তা মৃত্যুবরণ করলে তার পাঁচ গুণ টাকা পরিবারকে হস্তান্তর করার নির্দেশনা রয়েছে।

আইইএলটিএস-জিআরই পরীক্ষায় অংশগ্রহণে সহজ শর্তে ঋণ দিতে চায় এন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন জামায়াত আমির
  • ৩০ জানুয়ারি ২০২৬
দায়িত্ব পেলে চাঁদাবাজদের ঘুম হারাম করে দেব: হাসনাত আবদুল্লাহ
  • ৩০ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিন : তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
এআই-ভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় জিএসআইএমএএলের যাত্রা শুরু
  • ৩০ জানুয়ারি ২০২৬
তরুণদের জন্য এক কোটি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করতে চায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬