দেশে করোনা রোগীর ৯৯ শতাংশই ছুটির এক মাসে আক্রান্ত

২৬ এপ্রিল ২০২০, ১০:২৫ AM

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে সাধারণ ছুটি ও কার্যত লকডাউন (অবরুদ্ধ) পরিস্থিতির এক মাস পার হলো। এরইমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৯৫৯ জন। আর ২৬ মার্চের আগ পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন মোট ৩৯ জন, মারা গিয়েছিলেন ৪ জন। তখন পর্যন্ত কয়েকটি জায়গায় সংক্রমণ সীমিত ছিল।

সে হিসাবে মোট আক্রান্তের ৯৯ দশমিক ২১ শতাংশই আক্রান্ত হয়েছে ছুটির এই এক মাসে। এই সময়ে মারা গেছেন ১৩৬ জন, যা মোট মারা যাওয়াদের ৯৭ দশমিক ১৪ শতাংশ। 

সংক্রমণ ঠেকাতে ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। বন্ধ হয়ে যায় দূরপাল্লার সব ধরনের যান চলাচল, বেশির ভাগ ব্যবসা-বাণিজ্য, শিল্পকারখানা। আনুষ্ঠানিকভাবে সরকার ‘লকডাউন’ না বললেও কার্যত পরিস্থিতি সে রকমই সৃষ্টি হয়। আজ এ অবস্থার এক মাস পূর্ণ হচ্ছে। এখন দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত ব্যক্তি ৪ হাজার ৯৯৮ জন। মারা গেছেন ১৪০ জন। সংক্রমণ ছড়িয়েছে দেশের ৬০টি জেলায়। এরই মধ্যে সাধারণ ছুটি বাড়ানো হয়েছে ৫ মে পর্যন্ত। এর মধ্যেও প্রতিদিন সংক্রমণ বাড়ছে। এক জেলা থেকে আক্রান্ত রোগী অন্য জেলায় গিয়ে সংক্রমণ ছড়িয়েছেন সাধারণ ছুটি ঘোষণার পরও। এরই মধ্যে দেশে কমিউনিটি ট্রান্সমিশন (জনগোষ্ঠীর মধ্যে ব্যাপকহারে সংক্রমণ) শুরু হয়ে গেছে।

অবশ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের বিস্তার ঠেকাতে ছুটি ঘোষণাসহ সরকারের বিভিন্ন পদক্ষেপ কিছুটা হলেও উপকার দিয়েছে। এসব পদক্ষেপ না নিলে হয়তো সংক্রমণ আরও দ্রুত ব্যাপক আকারে ছড়িয়ে পড়ত। জেলা পর্যায়ে লকডাউন (অবরুদ্ধ) পুরোপুরি কার্যকর করা গেলে সংক্রমণের গতি আরও ধীর করা যেত। লকডাউনের পরে বেশির ভাগ জায়গায় সংক্রমণ ছড়িয়েছে নারায়ণগঞ্জ থেকে যাওয়া ব্যক্তিদের মাধ্যমে।

তথ্যমতে, দেশে ৮ মার্চ প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের খবর জানায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। প্রথম মৃত্যুর খবর জানানো হয় ১৮ মার্চ। এর মধ্যে সতর্কতা হিসেবে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর মূল অনুষ্ঠান বাতিল করা হয়। ১৭ মার্চ থেকে দেশের সব স্কুল–কলেজ বন্ধ ঘোষণা করা হয়। ২৬ মার্চ থেকে সারা দেশে শুরু হয় সাধারণ ছুটি। অবশ্য এর আগেই বিপুলসংখ্যক মানুষ রাজধানী ছেড়ে যায়।

এদিকে ছুটি ঘোষণার পর সংক্রমণ ঠেকাতে মসজিদে জামায়াতে নামাজ আদায়ে নিয়ন্ত্রণ আরোপ করা হয়। জনসমাগম ঠেকাতে মাঠ প্রশাসন নানা উদ্যোগ নেয়। কিন্তু তারপরও বিভিন্ন জায়গায় বিশেষত হাটবাজারে জনসমাগম অব্যাহত আছে।

রেকর্ড গড়ে অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে বিএনপির গোপন বৈঠক
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের যোগ্যতায় কড়াকড়ি, নির্দিষ্ট অভিজ্ঞ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে যে ভূমিকায় থাকছে আইনশৃঙ্খলা বাহিনী
  • ৩১ জানুয়ারি ২০২৬
পদ্মায় গোসলে নেমে নিখোঁজ মেরিনের শিক্ষার্থী
  • ৩১ জানুয়ারি ২০২৬