করোনা চিকিৎসায় প্রস্তুত শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ

২২ এপ্রিল ২০২০, ০৮:১৩ AM

© ফাইল ফটো

গাজীপুরে করোনা রোগীদের চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। ১০০ শয্যার বিশিষ্ট এ হাসপাতাল আগামী বৃহস্পতিবার থেকে করোনা রোগীদের চিকিৎসা দেবে বলে জানা যায়।

হাসপাতালের পরিচালক খলিলুর রহমান জানান, সেবাদানের উদ্দেশে ৪ টি ভেন্টিলেটর ছাড়াও ১০টি আইসিইউ রয়েছে এখানে। চিকিৎসক ও নার্সরা যাতে সার্বক্ষণিক সেবা দিতে পারেন সেজন্য হাসপাতাল ক্যাম্পাসেই তাদের আবাসন ও থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

শুধুমাত্র করোনাভাইরাসে আক্রান্তদের এখানে ভর্তি করা হবে। তাদের ফলো-আপ চিকিৎসার জন্য নমুনা পরীক্ষা করা হবে ঢাকার আইইডিসিআর-এ।

এসময় তিনি জানান, করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে আসা রোগীদের নমুনা পরীক্ষা সিভিল সার্জনের তত্ত্বাবধানে অন্যত্র করা হবে। এখানে নমুনা পরীক্ষা করা হবে না।

তিনি আরও বলেন, করোনা ভাইরাস পজেটিভ কিন্তু যাদের লক্ষণ প্রকাশ পায়নি বাসায় আইসোলেশনে থাকা এমন রোগীরা টেলিকমিউনিকেশনের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন।

ইতোপূর্বে এ হাসপাতালে যেসব সাধারণ রোগী ভর্তি ছিলেন তাদের মধ্যে কিছু রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং গুরুতর অসুস্থদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এখানে জরুরি বিভাগে এখন আর সাধারণ রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হবে না বলেও জানান তিনি।

গত ১৬ এপ্রিল মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে ঢাকার তিনটি হাসপাতালের সঙ্গে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালকেও কোভিড-১৯ এর জন্য ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা দেওয়া হয়।

জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরের ঘটনার রেশ ধরে ঢাবিতে বিএনপির শীর্ষ নেতার নামে স্লো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬