জাফরুল্লাহর দাবি: দিনভর স্বাস্থ্য অধিদপ্তরে বসে থেকেও নমুনা পাচ্ছে না গণস্বাস্থ্য!

২২ এপ্রিল ২০২০, ০৭:৫৬ AM

© ফাইল ফটো

মহামারি করোনাভাইরাসের কিট পরীক্ষা ও উৎপাদনে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্টদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

মঙ্গলবার ( ২১ এপ্রিল) তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহযোগিতা করলেও স্বাস্থ্য অধিদপ্তর গণস্বাস্থ্য কেন্দ্রকে প্রয়োজনীয় সহযোগিতা করছে না।

ডা. জাফরুল্লাহ বলেন, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরে গণস্বাস্থ্যের প্রতিনিধি বসে থাকলেও তাদেরকে করোনা আক্রান্ত রোগীর রক্তের নমুনা দেওয়া হচ্ছে না।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাকে ফোন করে করোনার কিট তৈরির অগ্রগতির কথা জানতে চাচ্ছেন। ওইসব দেশ এই কিট নিতে চায়। কিন্তু আমাদের দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা কোনো খবর রাখেন না। এমনকি প্রয়োজনীয় সহযোগিতা করছে না।

গণস্বাস্থ্য ট্রাস্টি বলেন, গণস্বাস্থ্যের ল্যাবে কিট তৈরির কাজ এগিয়ে চলছে। আগামী শনিবার কিট সরকারের কাছে সরবরাহ করা হবে। কিটের কার্যকারিতা যাচাইয়ের জন্য করোনাভাইরাসে আক্রান্ত রোগীর রক্তের নমুনার দরকার ছিল।

এর আগে গত ১৯ মার্চ কিট উৎপাদনের অনুমতি পাওয়ার তথ্য জানিয়ে ডা. জাফরুল্লাহ বলেছিলেন, সরকারের ওষুধ প্রশাসন করোনাভাইরাস শনাক্তের কিট উৎপাদনের অনুমতি দিয়েছে। এই কিট তৈরির কাঁচামাল আসবে ইংল্যান্ড থেকে। কাঁচামাল আসলে এক সপ্তাহের মধ্যে আমরা উৎপাদনে যেতে পারব। দুই সপ্তাহের মধ্যে এটা বাজারে আসতে পারে।

ময়মনসিংহে বিএনপির ৩০ নেতা বহিষ্কার
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরের ঘটনার রেশ ধরে ঢাবিতে বিএনপির শীর্ষ নেতার নামে স্লো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬