করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনায় প্রথম মৃত্যু

২১ এপ্রিল ২০২০, ১০:৩১ PM

© সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনায় একজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। করোনায় আক্রান্ত হয়ে এট খুলনায় প্রথম মৃত্যুর ঘটনা।

জানা গেছে, ওই ব্যক্তির মৃত্যুর পর নমুনা সংগ্রহ করে পরীক্ষার উদ্যোগ নেয়া হয়। পরে রিপোর্টে দেখা যায়, তিনি করোনায় আক্রান্ত ছিলেন। খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ আব্দুল আহাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত ব্যক্তি ৫ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি মোবাইল সার্ভিসিং কোম্পানিতে কাজ করতেন। সকাল সাড়ে ৮টার দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা।

হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সেখানকার ইমারজেন্সি মেডিকেল অফিসার আশরাফুর রহমান। করোনার উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হয় বলে জানিয়েছিলেন ওই চিকিৎসক।

করোনায় মারা যাওয়া ব্যক্তির বাড়ির আশপাশের ২০টি বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে।এছাড়াও তার সংস্পর্শে থাকা ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখা হবে।

এদিকে খুলনার করিমনগরের করোনায় আক্রান্ত এক ব্যক্তি সুস্থ হয়ে উঠছেন। মঙ্গলবার পরিবারের তিনজন সদস্যসহ তার নমুনা পরীক্ষা করা হয়। সেখানে কারোর শরীরে ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

আজ খুলনা মেডিকেল কলেজে মোট ১৯১টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে একজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

ময়মনসিংহে বিএনপির ৩০ নেতা বহিষ্কার
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরের ঘটনার রেশ ধরে ঢাবিতে বিএনপির শীর্ষ নেতার নামে স্লো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬