২৫ এপ্রিল ১০ প্রতিষ্ঠানকে করোনা শনাক্তের কিট দেবে গণস্বাস্থ্য

২১ এপ্রিল ২০২০, ০১:২২ PM

© সংগৃহীত

করোনাভাইরাস পরীক্ষার জন্য সরকারসহ ১০ প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে ‘করোনা শনাক্তকরণ কিট’ হস্তান্তর করতে যাচ্ছে গণস্বাস্থ্য। আগামী শনিবার (২৫ এপ্রিল) কিটের ১০০টি করে স্যাম্পল বা নমুনা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে দেওয়া হবে বলে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

যে ১০টি প্রতিষ্ঠানের কাছে কিট হস্তান্তর করা হবে সেগুলো হলো—ওষুধ নিয়ন্ত্রক সংস্থা, আইইডিসিআর, আইসিডিডিআরবি, সেনা প্যাথলজি ল্যাবরেটরি, বিএসএমএমইউ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং যুক্তরাষ্ট্রভিত্তিক (সিডিসি) সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ওই নমুনা সরকার অনুমোদন করলে এক লাখ কিট সরকারকে হস্তান্তর করা হবে। তিনি বলেন, কিট সঠিক হয়েছে কি না সেটি যাচাই করার জন্য করোনাভাইরাসে আক্রান্ত রোগীর কয়েক সিসি রক্তেরও প্রয়োজন হয়। এরই মধ্যে স্বাস্থ্যসচিবের কাছে আবেদন করে ১০টি পজিটিভ রক্তের স্যাম্পল আমরা চেয়েছি। এর আগের পরীক্ষাগুলো করা হয়েছিল বিদেশি রক্তের নমুনায়।

এক প্রশ্নের জবাবে গণস্বাস্থ্যের এই ট্রাস্টি বলেন, কুয়েত মৈত্রীসহ কয়েকটি হাসাপাতালে যোগাযোগ করে আমরা নিজেরাই রক্ত চেয়েছি; কিন্তু তারা বলেছে সরকারের অনুমোদন লাগবে।

এদিকে, করোনা পরীক্ষার কিট তৈরিতে ৯ ধরনের বিশেষ কেমিক্যাল বা কাঁচামালের প্রয়োজন হয়; যা চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডে পাওয়া যায়। এর মধ্যে একটি চালান সম্প্রতি চীনের গোয়াংজু থেকে সাভারে গণস্বাস্থ্যের কারখানায় পৌঁছেছে বলে তিনি জানান। কিন্তু ফ্লাইট না থাকায় আরো দুটি চালান জার্মানি ও সিঙ্গাপুরে আটকে আছে।

এর আগে গত ১১ এপ্রিল এই প্রতিষ্ঠানগুলোর কাছে কিট হস্তান্তরের কথা থাকলেও গণস্বাস্থ্যের কারখানায় যান্ত্রিক গোলযোগের কারণে সেটি সম্ভব হয়নি। ডা. জাফরুল্লাহ চৌধুরী জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটি দূর করে কিট তৈরির কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। তবে সঠিক পরীক্ষা বা গবেষণার জন্য করোনায় আক্রান্ত আরো অন্তত ১০টি রক্তের নমুনা প্রয়োজন।

জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরের ঘটনার রেশ ধরে ঢাবিতে বিএনপির শীর্ষ নেতার নামে স্লো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬