করোনায়
© ফাইল ফটো
করোনাভাইরাসে স্থগিত রয়েছে সব ধরনের খেলা। এবার মাঠে খেলার মতোই দুর্যোগময় পরিস্থিতিতেও একটি ‘টার্গেট’ ঠিক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুর্যোগপূর্ণ এ সময়ে যথাসম্ভব বেশি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছানোর লক্ষ্য তাদের। যে লক্ষ্য বা টার্গেট ৫০ হাজার পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছানো।
বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক কাল জানিয়েছেন তেমনটিই, আমরা ৫০ হাজার পরিবারকে খাবার দিতে চাই। এমন নয় যে একবারেই আমরা এতসংখ্যক পরিবারের কাছে পৌঁছাতে চাই। কাজটি করতে চাই ধাপে ধাপে।
তিনি জানান, আসন্ন রোজা সামনে রেখেই সেই লক্ষ্যে তাদের কাজ শুরু হয়ে গেছেও জানালেন বিসিবির অর্থ কমিটির প্রধান, ইতিমধ্যেই আমাদের খাবার প্যাকেট করার কাজ শুরু হয়ে গেছে। চাল-ডালসহ আরো কিছু আনুষঙ্গিক নিত্যপণ্য থাকছে এসব প্যাকেটে। একেকটি পরিবারের যাতে ১০-১২ দিন চলে যায়, সেরকমভাবেই প্যাকেট করছি আমরা।
বিসিবির আরেক পরিচালক জালাল ইউনুস কিছুদিন আগে জানিয়েছিলেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পাঠানোর চিন্তার কথা। তবে ইসমাইল হায়দার জানালেন, নির্দিষ্ট কোনো জায়গায় সীমিত থাকতে চান না তাঁরা। বরং সহায়তার হাত প্রসারিত করতে চান ঢাকা এবং ঢাকার বাইরের নানা এলাকায়ও। এ ক্ষেত্রে ঢাকার বাইরের জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়ে আসা পরিচালকদের কাজে লাগাতে চায় বিসিবি, ‘আশা করি, রোজার আগে থেকেই মানুষের হাতে হাতে আমাদের ত্রাণ পৌঁছে যেতে থাকবে। ঢাকার পাশাপাশি আমরা ঢাকার বাইরেও ত্রাণ দেব। আমাদের যাঁরা পরিচালক আছেন ঢাকার বাইরের, তাঁদের মাধ্যমে আমরা ত্রাণ ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেব বলে সিদ্ধান্ত নিয়েছি।