© টিডিসি ফটো
দেশের এ করোনা পরিস্থিতিতে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজে কর্মরত অবস্থায় কোন চিকিৎসক অসুস্থ হলে বা করোনায় আক্রান্ত হলে তার চিকিৎসার দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষ নেবে বলে জানিয়েছেন হাসপাতালের অধ্যক্ষ ও ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক আ.ন.ম নৌশাদ খান।
সোমবার( ২০ এপ্রিল) হাসপাতালের অধ্যক্ষ ও ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক আ.ন.ম নৌশাদ খান এক বিজ্ঞপ্তিতে এ কথা বলেন।
এ বিষয়ে মেডিকেলে কর্মরত চিকিৎসক ডাঃ সুষ্ময় সাহা বলেন, এ উদ্যোগ চিকিৎসকদের কাজের মনোবল আরও বাড়িয়ে তুলবে। তার মতো যদি বেসরকারি হাসপাতাল কতৃপক্ষ এই দূর্যোগময় পরিস্থিতিতে পাশে দাঁড়ান তাহলে চিকিৎসকরা আরো নতুন উদ্যমে কাজ করতে পারবে বলে মনে করেন তিনি।
তিনি আরও বলেন, মহামারির এ সময় মহান মানুষরাই এভাবে এগিয়ে আসে। আর এমন ঘটনা বেসরকারি চিকিৎসা খাতে একটি মাইলফলক হয়ে থাকবে।
এর আগে দেশে মহামারি করোনায় এখন অবধি দেশের ১৭০ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফোরাম (বিডিএফ)।
এদিকে কিশোরগঞ্জ জেলাকে করোনা আক্রান্তের হটস্পট ঘোষণা করা হলেও হাসপাতালটি সরকারের নির্দেশনা মেনে সকল কার্যক্রম চালু রয়েছে।
২০১৩ সালে কিশোরগঞ্জ জেলায় প্রতিষ্ঠিত রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজটি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এবং বিএমডিসি অনুমোদিত একটি মেডিকেল কলেজ হাসপাতাল । প্রতিষ্ঠার পর থেকে অল্প সময়ে এলাকার মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে মেডিকেল কলেজটি।