পোস্টাল ভোটের ছবি শেয়ার করলেই এনআইডি ব্লক করবে ইসি

০৪ জানুয়ারি ২০২৬, ০৫:৪৪ PM
নির্বাচন কমিশনের লোগো

নির্বাচন কমিশনের লোগো © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পোস্টাল ব্যালটে ভোট দেওয়া ভোটারদের জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পোস্টাল ভোট দেওয়ার পর সেই ব্যালটের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার পাশাপাশি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

রবিবার (৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ইসি জানায়, পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করা প্রতিটি ভোটারের সাংবিধানিক অধিকার ও দায়িত্ব। ভোট প্রদানসংক্রান্ত কোনো তথ্য, ব্যালটের ছবি কিংবা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা আইনত শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে এনআইডি ব্লকসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এজন্য ভোটারদের পোস্টাল ভোটসংক্রান্ত কোনো কিছু অনলাইনে প্রকাশ না করার আহ্বান জানিয়েছে কমিশন।

আরও পড়ুন: একের পর এক ‘হেভিওয়েট’ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, শুরুতেই ভোটের মাঠে ধাক্কা খেল জামায়াত

ইসি জানায়, গত ১৯ নভেম্বর থেকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা আগামীকাল সোমবার পর্যন্ত চলবে। এই ব্যবস্থার আওতায় প্রবাসী ভোটার, ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।

কমিশনের তথ্যমতে, আগামী ২২ জানুয়ারি থেকে ধাপে ধাপে রিটার্নিং কর্মকর্তাদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হবে। রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট ১৩ লাখ ১৭ হাজার ৯১৩ জন ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এ তালিকায় প্রবাসী ভোটার, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং কারাবন্দি ভোটাররা অন্তর্ভুক্ত রয়েছেন।

নারী প্রার্থীদের সাইবার বুলিং নিয়ে জকসুর সদস্য শান্তার পোস্ট
  • ০৯ জানুয়ারি ২০২৬
একটি স্বাভাবিক মৃত্যু চাই, দুর্বৃত্তের গুলিতে মরতে চাই না
  • ০৯ জানুয়ারি ২০২৬
নির্বাচনে সংখ্যালঘু ভোট, 'কোন দিকে যাব আমরা'?
  • ০৯ জানুয়ারি ২০২৬
ছুটির দিনের সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
  • ০৯ জানুয়ারি ২০২৬
ভূমিকম্পে কাঁপল ভোলা
  • ০৯ জানুয়ারি ২০২৬
সিলেটের যেসব এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না
  • ০৯ জানুয়ারি ২০২৬