এক নজরে বাংলাদেশের গত ৩৫ বছরের জাতীয় নির্বাচন

২৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ PM
নির্বাচন কমিশনের লোগো

নির্বাচন কমিশনের লোগো © সংগৃহীত

স্বৈরশাসক জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদের পতনের মধ্য দিয়ে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশে গণতন্ত্রে ফেরার পথচলা শুরু হয়। এর পরের বছর, ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় দেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচন থেকেই গত প্রায় সাড়ে তিন দশকে নানা রাজনৈতিক উত্থান-পতনের মধ্য দিয়ে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে মোট সাতটি জাতীয় নির্বাচন।

১৯৯১: গণতন্ত্রে প্রত্যাবর্তন
এরশাদ সরকারের পতনের পর এটিই ছিল প্রথম অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন। অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত এই নির্বাচনে সব প্রধান রাজনৈতিক দল অংশ নেয়। নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

১৯৯৬: তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত হওয়ার পর ১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত হয় সপ্তম জাতীয় সংসদ নির্বাচন। এর আগে একই বছরের ১৫ ফেব্রুয়ারি বিএনপি সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনটি বিরোধী দলগুলোর বর্জনের কারণে বিতর্কিত হয়। আন্দোলনের মুখে সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন হয়, যেখানে আওয়ামী লীগ জয়লাভ করে সরকার গঠন করে।

২০০১: চারদলীয় জোটের ক্ষমতায় ফেরা
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট বিপুল বিজয় অর্জন করে। এর মাধ্যমে খালেদা জিয়া দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন।

২০০৮: সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের পর নির্বাচন
দুই বছর ক্ষমতায় থাকা সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের পর ২০০৮ সালে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় পায়। এর আগে দুই প্রধান নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াসহ শীর্ষ রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করা হয়, যা রাজনীতিতে ‘মাইনাস টু ফর্মুলা’ নামে পরিচিত।

২০১৪: একতরফা নির্বাচন
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলকে কেন্দ্র করে বিরোধী দলগুলোর আন্দোলনের মধ্যে ২০১৪ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি ও জামায়াতে ইসলামিসহ অধিকাংশ বিরোধী দল নির্বাচন বর্জন করে। দেড় শতাধিক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে আওয়ামী লীগ টানা দ্বিতীয়বার সরকার গঠন করে।

২০১৮: বিতর্কিত নির্বাচন
আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপিসহ বিরোধী দলগুলো অংশ নেয়। তবে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে এবং নির্বাচনটি ‘রাতের ভোট’ হিসেবে আলোচিত হয়। নির্বাচনে আবারও জয়ী হয় আওয়ামী লীগ।

২০২৪: আওয়ামী টানা শাসনের শেষ নির্বাচন
আওয়ামী লীগের টানা ১৬ বছরের শাসনামলে অনুষ্ঠিত তৃতীয় এই নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। একতরফা নির্বাচনে আওয়ামী লীগ পুনরায় বিজয়ী হলেও একই বছরের ৫ আগস্ট একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে দলটি ক্ষমতাচ্যুত হয়।

সূত্র: বিবিসি।

সোসিয়েদাদের কাছে হেরে লা লিগা জমিয়ে তুলল বার্সালোনা
  • ১৯ জানুয়ারি ২০২৬
নাটকীয় জয়ে আফ্রিকান নেশন্স কাপ জিতল সেনেগাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের চলন্ত গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সেঁটে পালাল মোটরস…
  • ১৯ জানুয়ারি ২০২৬
ইউপি সচিবের বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ
  • ১৯ জানুয়ারি ২০২৬
মাদারীপুরে বাস ও ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭
  • ১৯ জানুয়ারি ২০২৬
শহীদ জিয়া: ক্ষণজন্মা মহাপুরুষ, আদর্শের রূপকার
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9