মনোনয়নপত্র জমার সময় বাড়ছে না: ইসি সচিব

ইসি সচিব আখতার আহমেদ
ইসি সচিব আখতার আহমেদ  © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আর বাড়ানো হবে না। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানোর বিষয়ে কমিশনের কোনো নতুন সিদ্ধান্ত বা পরিকল্পনা নেই।

এর আগে ইসি সচিবালয়ের পক্ষ থেকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, বড় কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে সময় বাড়ানোর জন্য আনুষ্ঠানিক আবেদন না আসায় কমিশন এ সিদ্ধান্তে অনড় রয়েছে। তিনি বলেন, মনোনয়নপত্র জমার সময় বাড়ানোর কোনো পরিকল্পনা বা তথ্য আমার জানা নেই।

বিএনপি বা জামায়াতের পক্ষ থেকে কোনো আবেদন এসেছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

ইসির সংশোধিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার। মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!