হাদির অপরাধীদের শাস্তি প্রসঙ্গে যা বললেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা  © ফাইল ফটো

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, এই ঘটনার সঙ্গে যারা যুক্ত, তারা যেখানেই থাকুক—কাউকেই ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, বিজয়ের আনন্দের এই দিনে তিনি জাতির সামনে দাঁড়িয়েছেন গভীর বেদনা নিয়ে। সম্প্রতি জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর যে হামলা হয়েছে, তা কোনো একক ব্যক্তির ওপর আক্রমণ নয়; বরং এটি বাংলাদেশের অস্তিত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রার ওপর সরাসরি আঘাত।

তিনি জানান, হামলায় গুরুতর আহত শরীফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ইতোমধ্যে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। এ সময় তিনি দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করেন।

অধ্যাপক ইউনূস বলেন, সরকার এই ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। তদন্তের অগ্রগতিতে হামলার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা সম্ভব হয়েছে। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, এই ষড়যন্ত্রে যুক্ত কেউই আইনের হাত থেকে রেহাই পাবে না।

প্রধান উপদেষ্টা আরও বলেন, পরাজিত ফ্যাসিস্ট ও সন্ত্রাসী শক্তির এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয়, সহিংসতা বা রক্তপাতের মাধ্যমে এ দেশের গণতান্ত্রিক পথচলা থামানো যাবে না।

তিনি সবাইকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, অপপ্রচার ও গুজবে বিভ্রান্ত না হয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। তার ভাষায়, পরাজিত ফ্যাসিস্ট শক্তির এই দেশের মাটিতে আর ফিরে আসার কোনো সুযোগ নেই।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence