হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে সারাদেশে নিরাপত্তা জোরদার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:০৯ PM
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে পালাতে না পারে। সেই লক্ষ্যে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, হামলাকারীদের শনাক্ত করা হয়েছে জড়িতদের যেকোনো সময় গ্রেপ্তার করা হবে।
ডিএমপি কমিশনার বলেন, উই আর ভেরি ক্লোজ টু ডিটেক্ট। হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। জড়িতদের যেকোনো সময় গ্রেপ্তার করা হবে।
ওসমান হাদিকে হত্যাচেষ্টায় জড়িত ব্যক্তিরা যাতে দেশত্যাগ করতে না পারে সেজন্য যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা ও তল্লাশির কাজ জোরদার করেছে বিজিবি। এছাড়া সিলেট ৪৮, জকিগঞ্জ ১৯ ও বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধীন বিওপি এলাকাগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি একাধিক বিশেষ টহল কার্যক্রম শুরু হয়েছে।
বিজিবি যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত আসামিরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। বেনাপোল আইসিপি, আমড়াখালি, সাদীপুর, রঘুনাথপুর, ঘিবা, শিকারপুর, শালকোনা, কাশিপুর, মাসিলা, আন্দুলিয়া এবং পাঁচপিসতলা এলাকাসহ সীমান্ত সংলগ্ন বিভিন্ন স্থানে বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে। সকাল থেকেই এসব এলাকায় যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।
সীমান্তের মেইন পিলার ১৮/১ এস থেকে ৪৭/৩ এস পর্যন্ত প্রায় ৭০.২৭৪ কিলোমিটার এলাকাজুড়ে কড়া তল্লাশি চলমান রয়েছে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তের যে স্থানে কাঁটাতারের বেড়া নেই, সে স্থান সিলগালা করা হয়েছে।
সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তবর্তী সড়কে বিজিবির তল্লাশি ও টহল কার্যক্রম বিশেষভাবে জোরদার করা হয়েছে। বিজিবি জানায়, শনিবার সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। পরিস্থিতি গুরুত্ব বিবেচনায় প্রতিদিন নির্ধারিত টহলের পাশাপাশি উল্লেখযোগ্যসংখ্যক বিশেষ টহল মোতায়েন করা হয়েছে, যাতে সীমান্তে কোনো প্রকার বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে না পারে।
গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে ওসমান হাদিকে গুলি করা হয়। চলন্ত রিকশায় থাকা অবস্থাতেই মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি তাকে লক্ষ্য করে একটি গুলি ছোড়ে, যেটি তার মাথায় লাগে।
গুলিবিদ্ধ হওয়ার পর হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মস্তিস্কে একটি অস্ত্রোপচার শেষে খুলি খুলে রেখে তাকে পাঠানো হয় বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে। বর্তমানে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছে। হাদির জীবন সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।