পে-স্কেল নিয়ে বিশৃঙ্খলার শঙ্কা, যা বলছে পে-কমিশন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ PM , আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:৫০ PM
নির্বাচনের আগে নবম পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বিশৃঙ্খা তৈরির আশঙ্ক প্রকাশ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এটি রোধে দ্রুত পে-স্কেল বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো চিঠি পায়নি পে-কমিশন। আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
বুধবার (১০ ডিসেম্বর) জাতীয় বেতন কমিশনের একটি সূত্র জানিয়েছে, বিভিন্ন দপ্তর, সংগঠনের মতামতগুলো কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের দপ্তর রয়েছে। মতামতের সারক্ষেপ লিপিবদ্ধ করা হচ্ছে। সুপারিশ করার পূর্বে বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কমিশনের রিপোর্ট জমা দিতে আরও কিছুদিন সময় লাগবে।
সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় নির্বাচনের আগে পে-স্কেল নিয়ে বিশৃঙ্খলার বিষয়টি তারাও শুনেছেন। তবে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা অন্য কোনো দপ্তর থেকে আনুষ্ঠানিক কোনো চিঠি তারা এখনো পাননি। আনুষ্ঠানিক চিঠি না পেলে এ বিষয়ে করণীয় নির্ধারণ করতে পারবে না কমিশন।
নাম অপ্রকাশিত রাখার শর্তে পে-কমিশনের এক সদস্য দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সরকারের পক্ষ থেকে কোনো সুপারিশ আসেনি। সুপারিশ আসলে কমিশনের চেয়ারম্যান এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পে-কমিশনের আরেক সদস্য বলেন, ‘নির্বাচনের আগে বিশৃঙ্খলার শঙ্কার বিষয়টি তারা অবগত। সরকারের পক্ষ থেকেও মৌখিকভাবে তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। বিশৃঙ্খলা যেন না হয়, সে বিষয়ে তারা আন্তরিক। পে-কমিশন দ্রুত সময়ের মধ্যেই তাদের রিপোর্ট জমা দেবে।’
এর আগে গত ৮ ডিসেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল কার্যক্রম দ্রুত নিষ্পত্তির তাগিদ দিয়েছে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটি।
বৈঠক সূত্রে জানা গেছে, জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারি কর্মচারী সংগঠনের নেতারা আলটিমেটাম দিয়েছেন। পে-স্কেল কার্যক্রম দ্রুত নিষ্পত্তি করা না হলে কর্মচারীরা ভোটের আগে জানুয়ারিতে আন্দোলনে নামতে পারেন।
কোর কমিটির সভায় আরও জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে যুক্ত হতে পারে। এই শঙ্কা থেকে বিশ্ববিদ্যালয় ও কলেজের আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য সংশ্লিষ্ট বাহিনীগুলোকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
বৈঠকে উপস্থিত একাধিক সদস্য উল্লেখ করেন, কিছু শিক্ষার্থী অযৌক্তিক বিষয়ে রাস্তায় নেমে আন্দোলন করছে এবং ভোটের আগে এই আন্দোলনের সংখ্যা আরও বাড়তে পারে।