নবম পে-স্কেল নিয়ে ‘ফলপ্রসূ আলোচনা’, ডিসেম্বরেই গেজেটের আশা

০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:২৮ PM , আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৫ PM
পে স্কেল

পে স্কেল © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো. হুমায়ুন কবীর বলেছেন, ‘পে স্কেল নিয়ে আলোচনা ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে এবং সরকারের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া গেছে। ডিসেম্বরের মধ্যেই পে স্কেল জারি হবে বলে আশা করছি, ইনশা’আল্লাহ।’

মঙ্গলবার (৯ ডিসেম্বর) নবম পে–স্কেল বাস্তবায়নের দাবিতে দাবি আদায় ঐক্য পরিষদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা কার্যালয়ে বৈঠকে অংশ নেয়। বৈঠক বৈঠক থেকেই বেরিয়েই এমন তথ্য জানান এই কর্মচারী নেতা। 

দ্য ডেইলি ক্যাম্পাসকে হুমায়ুন কবীর বলেন, আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। কিন্তু তিনি কার্যালয়ে না থাকায় তার অফিসের কর্মকর্তারা আমাদের সঙ্গে কথা বলেছেন। আমরা বিস্তারিতভাবে পে স্কেল বাস্তবায়নের জন্য যুক্তসহ আলোচনা করেছি। পরে একটি স্মারকলিপি জমা করেছি। প্রধান উপদেষ্টা থাকলে সরাসরি উনার সঙ্গে আলোচনা করার সুযোগ ছিল। যেহেতু উনি ছিলেন না; তাই কর্মকর্তারা আমাদের স্মারকলিপিটি গ্রহণ করেছেন এবং আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে এটি পৌঁছে দেয়া হবে। আমরা আশা করছি প্রধান উপদেষ্টা পে স্কেল বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নিবেন।

তিনি আরও বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের আলোচনায় অগ্রগতি হয়েছে। স্কেল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ইনশা’আল্লাহ, ডিসেম্বরের মধ্যেই নবম পে–স্কেলের গেজেট জারি হবে বলে আশা করছি। মো. হুমায়ুন কবির আরও বলেন, ‘ফলো–আপ আলোচনাও হবে। আমরা বিশ্বাস করি ডিসেম্বরের মধ্যেই কাঙ্ক্ষিত পে–স্কেল বাস্তবায়নের ঘোষণা পাব ইনশা’আল্লাহ।’

দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলীর নেতৃত্বে অন‍্যান‍্যের মধ‍্যে ছিলেন- সদস্য সচিব মাহমুদুল হাসান, সমন্বয়ক সালজার রহমান, মোঃ সেলিম মিয়া, রফিকুল আলম, খায়ের আহমেদ মজুমদার, মাহবুবুর রহমান তালুকদার,হুমায়ুন কবির, আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

সংগঠনের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে নেতারা জানান, তারা পে–স্কেলের গেজেট ১৫ ডিসেম্বরের মধ্যে প্রকাশের জন্য অনুরোধ জানিয়েছেন এবং কর্মকর্তাদের কাছে এই দাবি প্রধান উপদেষ্টাকে অবহিত করার আহ্বানও জানান। তারা বলেন, ‘ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ না হলে কর্মচারী অঙ্গনে যে অস্থিরতা তৈরি হয়েছে তা সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। গড়িমসি নয়—১৫ ডিসেম্বরের মধ্যেই গেজেট প্রকাশ করে ১ জানুয়ারি ২০২৬ থেকে নবম পে–স্কেল বাস্তবায়ন করতে হবে।’

নেতারা আরও সতর্ক করে বলেন, “১৫ ডিসেম্বরের পরে কর্মচারীরা নেতাদের আর মানবে না। পেটের ক্ষুধায় তারা নিজেরাই রাস্তায় নামবে। কর্মচারীদের নেতা হিসেবে আমাদের দায়িত্ব হলো কর্মচারী ও সরকারের মধ্যে সেতুবন্ধন বজায় রাখা। তাই শান্তিপূর্ণভাবে আমরা বারবার দাবি জানাচ্ছি। কিন্তু সরকার উদাসীন থাকলে পরবর্তী যেকোনো পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে।”

বৈঠকের শেষে নবম পে–স্কেল বাস্তবায়ন সংক্রান্ত একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেওয়ার জন্য নেতৃবৃন্দ পরিচালক (প্রশাসন)–এর হাতে তুলে দেন। নেতারা আশাবাদী যে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নেবে এবং দ্রুত গেজেট জারি করে কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে।

তথ্যমতে, নবম পে–স্কেল বাস্তবায়নকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই বিভিন্ন সরকারি পেশাজীবী সংগঠন দাবি জানিয়ে আসছে। এর আগে মোট ৯ দফা দাবি তুলে ধরে গাড়ি চালকদের এই সংগঠন। দাবিগুলোর মধ্যে রয়েছে- বৈষম্যমুক্ত নবম জাতীয় পে-কমিশন গঠন, পে-কমিশনে বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি রাখা, পে-স্কেলে প্রত্যাহারকৃত ভারী যানবাহন, টাইমস্কেল, সিলেকশন গ্রেডসহ বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল করা, পে-স্কেল বাস্তবায়নের পূর্বপর্যন্ত ৪০ শতাংশ মহার্ঘ ভাতা প্রজাতন্ত্রের সব কর্মচারীকে প্রদান করা, সরকারি গাড়িচালক পদটি কারিগরী পদ হিসেবে ঘোষণা করা, সরকারি গাড়িচালক পদের নাম পরিবর্তন করে ‘মোটরট্রান্সর্পোট অপারেটর’ করা, সরকারি গাড়িচালক পদটি ব্লক পোস্ট বাতিলপূর্বক যোগ্যতা অনুযায়ী পদোন্নতির ব্যবস্থা করা, সরকারি গাড়িচালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন পদ্ধতি সহজিকরণ, সরকারি গাড়িচালক সমিতি কেন্দ্রীয় কার্যালয় ও ট্রেনিং ইনিস্টিটিউট ভবনসহ ঢাকায় স্থায়ী জায়গা বরাদ্দ, গাড়িচালকদের অধিকাল ভাতার ঘণ্টা নিরুপণ হাইকোর্টের মতো করা, গাড়িচালকদের ঝুঁকিভাতা ও রেশনব্যবস্থা চালু, ঝুঁকিভাতা প্রদান, আউট সোর্সিং প্রথা বাতিলপূর্বক স্থায়ী সকল সরকারি গাড়িচালক শূণ্যপদে অবিলম্বে নিয়োগ প্রদান করা।

ট্যাগ: পে স্কেল
আগামী নির্বাচনের ফলাফলে কেন 'প্রভাবক' হয়ে উঠতে পারেন সুইং ভ…
  • ১২ জানুয়ারি ২০২৬
যশোরের বিদেশি অস্ত্রসহ যুবক আটক
  • ১২ জানুয়ারি ২০২৬
মোবাইল ও ইন্টারনেট ব্যবহার করেন না যেসব কারণে
  • ১২ জানুয়ারি ২০২৬
৬০০ টাকা নিয়ে বিরোধে প্রাণ গেল যুবকের
  • ১২ জানুয়ারি ২০২৬
এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ, রোগী দেখতেন দুই জেলায়
  • ১২ জানুয়ারি ২০২৬
জাবিতে ৩য় ও ঢাবিতে ১৬তম: ভর্তি পরীক্ষায় সাফল্য তামীরুল মিল্…
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9