‘ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন’

নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন  © ফাইল ফটো

আশ্বস্ত করতে চাই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আমরা তফলিস ঘোষণা করবো এবং দুই মাস পরে যে তারিখে শিডিউল দেওয়া হবে সে অনুযায়ী ৬০ দিনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। 

সোমবার (১ ডিসেম্বর) নারায়ণগঞ্জে নির্বাচন প্রক্রিয়া ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনের চ্যালেঞ্জসমূহ নিয়ে শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এটা আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে আমরা আশা করতে পারি নির্বাচনটা হবে। বাংলাদেশের ইতিহাসের সুন্দর নির্বাচন ২০২৬ সালে হবে। সরকার চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য অনুরোধ করেছে। সবকিছু প্রস্তুত, মালামালও ক্রয় করা হয়েছে। 

নির্বাচন কমিশনার বলেন, প্রিসাইডিং অফিসার হবেন ভোট ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দু। ফল ঘোষণার আগে যদি কোনো সমস্যা হয় তাহলে প্রিসাইডিং অফিসার কেন্দ্র বন্ধ করতে পারবেন। রিটার্নিং অফিসার পুরো আসনের ভোট বাতিল করে দিতে পারবেন। হলফনামায় কোনো তথ্য গোপন করা হলে বা কম বেশি দেখানো হলে পাস করার পরেও তার পদবি বাতিল হবে। 

আনোয়ারুল ইসলাম সরকার আরও বলেন, রিটার্নিং অফিসারদের অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে, পুলিশ অফিসারদের অনেক ক্ষমতা দেওয়া হয়েছে এবং আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই।


সর্বশেষ সংবাদ