দুদকে অযাচিত চাপ এলে নাম প্রকাশ করা হবে: চেয়ারম্যান
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৪:২৯ PM
দুর্নীতির তদন্ত বা অনুসন্ধানে বাধা দেওয়ার চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম প্রকাশ করা হবে বলে সতর্ক করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুদকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ সতর্কবার্তা দেন।
আরও পড়ুন: গণঅধিকার-গণফোরাম-এলডিপি-বিজেপি—বিএনপির কাছে কোন দল কত আসন চাইল?
দুদকের ওপর অযাচিত প্রভাব বা চাপ আসে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, দুদকে যারা অযাচিত চাপ প্রয়োগ করবেন, আগামীতে তাদের নাম প্রকাশ করে দেবো।
সভায় দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ এবং দুদকের সচিব মোহাম্মদ খালেদ রহীম উপস্থিত ছিলেন।