ভোটার এলাকা স্থানান্তর করার সুযোগ দিল নির্বাচন কমিশন, আবেদন করবেন যেভাবে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৭:৫৬ PM , আপডেট: ০৬ নভেম্বর ২০২৫, ০৭:৫৮ PM
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার এলাকা স্থানান্তর বা মাইগ্রেশন আবেদনের সময়সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্দেশনা অনুযায়ী, আগামী ১০ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত ভোটাররা এলাকা স্থানান্তরের জন্য আবেদন করতে পারবেন।
আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনের জনসংযোগ কর্মকর্তা রুহুল আমিন মল্লিকের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ‘নির্বাচনী গেমপ্ল্যানে’ কতটা কাজে আসবে জামায়াত আমীরের যুক্তরাষ্ট্রসহ ৩ দেশ সফর?
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীদের ফরম-১৩ যথাযথভাবে পূরণ করে স্ব-শরীরে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে জমা দিতে হবে। ফরমটি নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ecs.gov.bd থেকে সংগ্রহ করা যাবে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমার পর আর কোনো ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণ করা হবে না। তাই নির্ধারিত সময়ের মধ্যে ভোটারদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।