নতুন পে স্কেল : এক নজরে দেখুন প্রতিষ্ঠানের জন্য করা কমিশনের ৬ ধাপের প্রশ্ন

সরকারের লোগো
সরকারের লোগো   © টিডিসি সম্পাদিত

সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা কেমন হওয়া উচিত, সে বিষয়ে এবার মতামত দেওয়ার সুযোগ পাচ্ছে সরকারি প্রতিষ্ঠানগুলো (স্বায়ত্তশাসিতসহ)। বাড়িভাড়া, স্বাস্থ্য ও শিক্ষা ভাতা বাড়ানো প্রয়োজন কি না, তাও জানাতে পারবেন প্রতিষ্ঠান প্রধানরা ।

এ উদ্দেশ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নিয়ে একটি অনলাইন জরিপ শুরু করেছে জাতীয় বেতন কমিশন ২০২৫। গত ২ অক্টোবর থেকে শুরু হওয়া এ জরিপ চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করে দেশের যে কোন নাগরিক এতে অংশ নিতে পারবেন।

জরিপে সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, সরকারি প্রতিষ্ঠান, অ্যাসোসিয়েশন ও সমিতি—এ চার শ্রেণির ব্যক্তি ও প্রতিষ্ঠান জরিপে অংশ নিতে পারবে। অ্যাপ্লিকেশনের লিংকটি জাতীয় বেতন কমিশনের ওয়েবসাইটে (paycommission 2025.gov.bd) পাওয়া যাবে।

মতামত জানাতে প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, দাপ্তরিক টেলিফোন নম্বর ও ই-মেইলসহ ৬ ধাপে প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছে। এছাড়াও বাকি প্রশ্নগুলো হচ্ছে-

বেতন কাঠামো ও সুবিধা
*আপনার প্রতিষ্ঠানের বর্তমান বেতন কাঠামোয় কি কোনো অসংগতি রয়েছে?
*যদি ‘হ্যাঁ’ হয় তা হলে কারণ উল্লেখ করুন (একাধিক উত্তর হতে পারে)
*আপনি কি মনে করেন, অপর্যাপ্ত বেতন কর্মকর্তা/কর্মচারীদের অসাধু উপায়ে আয় করতে উৎসাহিত করে?
*উত্তর যদি হ্যাঁ হয় তা হলে এক্ষেত্রে পরিত্রাণ কীভাবে পাওয়া যেতে পারে?
*বেতন বৃদ্ধির বাইরে সততা নিশ্চিত করতে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে ? 
*প্রস্তাবিত বেতন স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতনের অনুপাত কি হওয়া উচিত?
*বেতন কাঠামো ও ভাতার তথ্য (বর্তমান ও প্রস্তাবিত)

বাসা/বাড়ি ভাড়া ভাতা
*আপনার মূল বেতনের বিপরীতে বাড়ি ভাড়া ভাতা (বর্তমান ৩৫%-৮৫%) যথাযথ কি না?
*উত্তর না হলে, কত শতাংশ হওয়া উচিত বলে আপনি মনে করেন?

কর্মী আকর্ষণ ও সুবিধাদি
*দক্ষ ও মেধাবী কর্মচারীদের আকৃষ্ট করার জন্য কোন কোন সুবিধা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন?

পেনশন ও অবসর সুবিধা
*ভোক্তা মূল্য সূচক (CPI) অনুযায়ী জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বিবেচনা করে পেনশনভোগী কর্মকর্তা/কর্মচারীদের পেনশন বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে কি বলে মনে করেন?
*উত্তর যদি ‘হ্যাঁ’ হয় তাহলে কি হারে হওয়া উচিত?
*বর্তমানে পূর্ণ পেনশনের জন্য চাকরিরকাল ২৫ বছর। এটি কি সঠিক রয়েছে বলে মনে করেন?
*উত্তর না হলে পছন্দ অনুযায়ী টিক চিহ্ন (√) দিন
*আপনার স্বপক্ষে যুক্তি দিন
*স্বাস্থ্য সেবার জন্য বর্তমানে পেনশনভোগী মেডিক্যাল ভাতা কতটা যথেষ্ট বলে মনে করেন? 

সুশাসন ও ক্যারিয়ার উন্নয়ন
*স্বাস্থ্য বীমা কতটুকু কার্যকর হতে পারে বলে আপনি মনে করেন (পছন্দের ক্রম অনুযায়ী)
*সরকারি কর্মকর্তা/কর্মচারীদের যথা সময়ে পদোন্নতির জন্য কি একটি আইনগত কাঠামো প্রয়োজন আছে বলে আপনি মনে করেন?
*বর্তমান বার্ষিক গোপনীয় অনুবেদন (ACR) পদ্ধতি কি সমর্থন করেন?

আর্থিক স্থিতিশীলতা ও প্রাতিষ্ঠানিক তথ্য
*বেতন বৃদ্ধির সুপারিশ প্রদান করা হলে অতিরিক্ত ব্যয় সংকুলানের জন্য সরকারের কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করেন?
*আপনার প্রতিষ্ঠান কি বর্তমান বাজেট থেকে সম্পূর্ণ বেতন দিতে সক্ষম?
*উত্তর না হলে কারণ কি হতে পারে বলে মনে করেন?
*যদি প্রতিষ্ঠানকে অভ্যন্তরীণভাবে ব্যয় সংকুলান করতে বলা হয়, সেক্ষেত্রে কোন পদক্ষেপগুলো সবচেয়ে গ্রহণীয় হবে বলে আপনি মনে করেন?


সর্বশেষ সংবাদ