রাজনীতিতে সক্রিয় হওয়ার কোনো ইচ্ছে নেই: ড. ইউনূস

১৫ আগস্ট ২০২৫, ০৪:৩৪ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ১২:০৭ AM
ড. মুহাম্মদ ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস © সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, তার সক্রিয় রাজনীতিতে প্রবেশ বা নির্বাচনে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। মালয়েশিয়া সফরকালে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। শুক্রবার (১৫ আগস্ট) সাক্ষাৎকারটির নির্বাচিত অংশ প্রকাশ করা হয়।

সাক্ষাৎকারে প্রফেসর ইউনূস বলেন, ‘না, আমি রাজনীতিতে যোগ দেওয়ার মতো মানুষ নই। রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই।’ তিনি জানান, অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য মূলত প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন, এবং সেই লক্ষ্যেই তিনি কাজ করছেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা ইতোমধ্যে অনেকদূর এগিয়েছি। এই আগস্টে আমাদের প্রথম বর্ষ পূর্ণ হয়েছে এবং এ সময়ের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ কিছু অর্জন করেছি।’

তার মতে, সবচেয়ে বড় অর্জনগুলোর মধ্যে একটি হলো ঐকমত্য কমিশনের গঠন। ১১টি সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে এই ঐকমত্য কমিশন গঠিত হয়েছে, যা দেশের নির্বাচন ব্যবস্থার জন্য একটি গ্রহণযোগ্য কাঠামো প্রস্তাব করতে যাচ্ছে।

ড. ইউনূস জানান, চলতি মাসের শেষদিকে ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের সম্ভাবনা রয়েছে। এ প্রতিবেদনকে ঘিরেই আগামী জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক বিষয়ে একটি জাতীয় ঐকমত্য থাকা জরুরি। সংসদ হবে এককক্ষ বা দ্বিকক্ষ; এ ধরনের স্পর্শকাতর ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সম্মতি নিশ্চিত করাই ঐকমত্য কমিশনের অন্যতম কাজ।’

দেশ সঠিক পথে এগোচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী বছরের ফেব্রুয়ারিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে।’

এ প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন, ‘অনেক বছর পর, প্রথমবারের মতো জনগণ একটি প্রকৃত নির্বাচন দেখতে পাবে। আগের তিনটি নির্বাচন ছিল মিথ্যা—মানুষ ভোট দিতে পারেনি, এমনকি ভোটকেন্দ্রে কী ঘটেছে তাও কেউ জানত না।’

প্রধান উপদেষ্টার মতে, এবারের নির্বাচনটি তাদের জন্য বিশেষ গুরুত্ব বহন করবে, যারা অতীতে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন।

সূত্র: বার্নামা

ট্যাগ: ড. ইউনূস
বুটেক্স ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৬ জানুয়ারি ২০২৬
নির্বাচন পর্যবেক্ষণে আসছে যুক্তরাষ্ট্রের দুই সংস্থা
  • ১৬ জানুয়ারি ২০২৬
কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে বার্সেলোনা
  • ১৬ জানুয়ারি ২০২৬
স্বাস্থ্য সংক্রান্ত অনুসন্ধানে গুগলে দেখা যাবে না এআই ওভারভ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
আজ দেশব্যাপী বিক্ষোভ করবে ইনকিলাব মঞ্চ
  • ১৬ জানুয়ারি ২০২৬
জোটে যেসব আসন পেল বাংলাদেশ খেলাফত মজলিস
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9