খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে মাদকসহ সব অশুভ প্রভাব দূর হবে — আসিফ মাহমুদ
- নাটোর প্রতিনিধি
- প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১২:২০ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ০২:৪৮ PM
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, মিনি স্টেডিয়ামগুলো খেলাধুলার জন্য উপযোগী রাখতে হবে, যাতে ক্রীড়াবিদরা নিয়মিত অনুশীলন করতে পারে। এখান থেকেই জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে। খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে মাদকসহ সব অশুভ প্রভাব দূর হবে।
শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নাটোর শহরের কানাইখালী এলাকায় নাটোর সদর উপজেলাসহ ১৪টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, শুধু স্টেডিয়াম উদ্বোধন করলেই হবে না, বরং এর সঠিক ও ধারাবাহিক ব্যবহার নিশ্চিত করতে হবে। এতে ক্রীড়াঙ্গনের প্রসার ঘটবে এবং নতুন খেলোয়াড় তৈরির সুযোগ সৃষ্টি হবে।তিনি জানান, ইতোমধ্যে সারাদেশে প্রায় ১৫০টি মিনি স্টেডিয়ামের কাজ শেষ হয়েছে এবং বাকি উপজেলাগুলোর কাজও দ্রুত শেষ করা হবে। দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কাজ করছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুর-উল-আলম, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলীসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।