নির্বাচন ভবন © সংগৃহীত
নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন আবেদনের শর্ত পূরণ না হলে ১৫ দিনের মধ্যে আবেদন বাতিল করবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২২ জুলাই) সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব মো. আখতার আহমেদ।
তিনি জানান, প্রাথমিক যাচাই-বাছাইয়ে কোনো দলই শর্ত পূরণে সক্ষম হয়নি। তাই দলগুলোকে শর্ত পূরণের জন্য অতিরিক্ত ১৫ দিন সময় দেওয়া হয়েছে। তিনি বলেন, "এই সময়সীমার মধ্যে কেউ শর্ত পূরণে ব্যর্থ হলে কমিশন তাদের আবেদন বাতিল করার সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। এর পরে আর কোনো সময় বাড়ানোর সুযোগ নেই।"
এর আগে, ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধনের আবেদন চেয়ে প্রথম দফায় বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। তবে বিভিন্ন দলের সময় চাওয়ার প্রেক্ষিতে এই সময় ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়। এ সময়ের মধ্যে ১৪৪টি রাজনৈতিক দল ১৪৭টি আবেদন জমা দেয়। কিন্তু জাতীয় নাগরিক পার্টিসহ কোনো দলই নির্ধারিত শর্ত পূরণ করতে পারেনি।
নিবন্ধনের জন্য নির্ধারিত শর্ত পূরণের সর্বশেষ সুযোগ হিসেবে সম্প্রতি কমিশন আরও ১৫ দিনের সময় বেঁধে দিয়েছে। এই সময়ের মধ্যেও যারা শর্ত পূরণ করতে ব্যর্থ হবে, তাদের আবেদন বাতিল করা হবে বলে জানানো হয়েছে।