নারায়নগঞ্জে উদ্বোধন করা হলো দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ

দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ
দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ  © টিডিসি

ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি ও উদ্যোগ গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই উদ্যোগের অংশ হিসেবে দেশের ৬৪টি জেলায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জে উদ্বোধন করা হয়েছে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’। নির্ধারিত সময়ের আগেই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। জেলার হাজীগঞ্জ এলাকায় গত শুক্রবার, ১১ জুলাই থেকে স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু করা হয়।

নিরবচ্ছিন্নভাবে নির্মাণকাজ শেষ করে গত ১৪ জুলাই বিকেলে আনুষ্ঠানিকভাবে স্মৃতিস্তম্ভটির উদ্বোধন করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বাস্তবায়নে এই স্মৃতিস্তম্ভ নির্মিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

স্মৃতিস্তম্ভের ফলকে শহীদদের নাম অমর করে রাখা হয়েছে। ২১ জন শহীদ হলেন — রিয়া গোপ, মো. রোমান, আরমান মোল্লা, মো. ইরফান ভূঁইয়া, মো. তুহিন, মো. মোহসীন, মো. জনি, ইব্রাহিম, মো. স্বজন, মো. আদিল, পারভেজ হাওলাদার, মো. ফারহানুল ইসলাম ভূঁইয়া, সোলেমান, ইমরান হাসান, হযরত বিল্লাল, সফিকুল, মো. সজল, মো. মাবরুর হুসাইন, মো. মাহমুদুর রহমান খান, মো. সাইফুল হাসান ও আহসান কবির।

অনুষ্ঠানে স্মৃতিস্তম্ভের উদ্বোধনী বক্তব্য রাখেন শহীদ আদিলের মা আয়েশা বেগম। শহীদদের স্মরণে শ্রদ্ধা জানান সরকারের একাধিক উপদেষ্টা, যার মধ্যে ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসন সচিব ড. মো. মোখলেস উর রহমান, শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহান, গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম এবং আইসিটি সচিব হায়দার চৌধুরী।

ঢাকা বিভাগীয় প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।


সর্বশেষ সংবাদ