প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে—জুলাই আন্দোলনের আরেক কারণ আবরার ফাহাদ

আবরার ফাহাদ
আবরার ফাহাদ  © সংগৃহীত

জুলাই ২০২৪-এর অন্যতম যোদ্ধা শিল্পী দেবাশিস চক্রবর্তী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের অংশ হিসেবে দশটি পোস্টার এঁকেছেন।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ‘জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা’ শিরোনামে মাসব্যাপী কর্মসূচি শুরু হয়েছে ১ জুলাই। তার অংশ হিসেবে আজ শুক্রবার (৪ জুলাই) প্রকাশ করা হয়েছে জুলাইয়ের তৃতীয় পোস্টার।

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত এ পোস্টারের পোস্টে বলা হয়েছে, ‘জুলাই ২০২৪ এর অন্যতম যোদ্ধা শিল্পী দেবাশিস চক্রবর্তী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের অংশ হিসেবে দশটি পোস্টার এঁকেছেন।’ 

ফেসবুক পোস্টে তিনি আরও জানান, ‘এই দশটি পোস্টারে ফুটে উঠবে কেন জুলাই অনিবার্য হয়ে উঠেছিল এবং জুলাইয়ে কী ঘটেছিল। প্রতিদিন ধারাবাহিকভাবে একটি করে পোস্টার প্রকাশ করা হবে। আজকে জুলাইয়ের চতুর্থ পোস্টারটি প্রকাশ করা হলো।’


সর্বশেষ সংবাদ