এনবিআরের সংকট নিরসনে অন্তর্বর্তী সরকারের কঠোর সিদ্ধান্ত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)  © সংগৃহীত

দেশের দুর্বল রাজস্ব আহরণ ব্যবস্থার সংস্কারে দৃঢ় পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। বাজেট ব্যবস্থাপনায় দীর্ঘদিনের সীমাবদ্ধতা ও অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রবিবার (২৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে প্রেস সচিব শফিকুল আলম অন্তর্বর্তী সরকারের এক বিবৃতি তুলে ধরেছেন। 

বিবৃতিতে বলা হয়, চলতি অর্থবছরের শেষ দুই মাসে এনবিআরের কিছু কর্মকর্তা-কর্মচারীর ‘অন্যায় ও অনৈতিক’ আন্দোলনের কারণে দেশের ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানি এবং রাজস্ব আদায় কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে। এতে জাতীয় অর্থনীতি ও জনগণ চরম দুর্ভোগের শিকার হয়েছেন বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, সরকারের পক্ষ থেকে একাধিকবার আলোচনার আহ্বান জানানো হলেও আন্দোলনকারীরা তা অগ্রাহ্য করে অনমনীয় অবস্থান ধরে রেখেছেন, যা সম্পূর্ণভাবে জাতীয় স্বার্থের পরিপন্থী।

এ অবস্থায় জরুরি আমদানি-রপ্তানি ও বৈদেশিক বাণিজ্য কার্যক্রম চালু রাখার স্বার্থে এনবিআরের অধীনস্থ সকল কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনসমূহের চাকরিকে ‘অত্যাবশ্যকীয় সার্ভিস’ (এসেনসিয়াল সার্ভিসেস) হিসেবে ঘোষণা করেছে সরকার।

সরকার আশা প্রকাশ করেছে, কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত কর্মস্থলে ফিরে এসে আইনবিরোধী কার্যক্রম বন্ধ করবেন। অন্যথায় দেশের অর্থনীতি ও জনগণের স্বার্থ রক্ষায় সরকার কঠোর হতে বাধ্য হবে বলেও হুঁশিয়ার করা হয়েছে বিবৃতিতে।

উল্লেখ্য, এনবিআরের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানকে অপসারণ ও  রাজস্ব খাতের অংশগ্রহণমূলক সংস্কারের দাবিতে কর্মকর্তা–কর্মচারীরা আন্দোলন করে আসছিলেন। গত শনিবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালন করছেন তারা।

 


সর্বশেষ সংবাদ